5G Plans Price : 5G পরিষেবা উপভোগ করার জন্য কত খরচ হবে? জেনে নিন বিস্তারিত

আগামী মাসে ভারতে 5G পরিষেবা সেলআউট করার জন্য সম্পূর্ণ প্রস্তত। দেশের অন্যতম টেলিকম কোম্পানি যেমন Bharti Airtel এবং Reliance Jio ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে আগামী মাসে Diwali 2022 থেকেই দেশে 5G Service চালু করে দেওয়া হবে। কিন্তু এই খবরের পাশাপাশি আরও একটা চিন্তা সাধারণ মানুষের মাথায় ঘুরছে যে 5G পরিষেবা উপভোগ করার জন্য কত টাকা খরচ করতে হবে। সবচেয়ে বড় কথা এখনও পর্যন্ত এবিষয়ে সরকার বা কোনো টেলিকম কোম্পানি কেউই নিরবতা ভঙ্গ করেনি। তবে একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে শুরুতে প্রতিটি টেলিকম কোম্পানি তাদের 5G প্ল্যানের জন্য 4G প্ল্যানের মতোই চার্জ করবে।

4G প্ল্যানের মতোই হবে 5G প্ল্যানের দাম

ইকনমিক টাইমস (ET) এর একটি রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল দেশে 5G পরিষেবার জন্য 4G প্ল্যানের আশেপাশের দামে সার্ভিস প্রদান করবে। ইন্ডাস্ট্রির ভেতরের খবর রাখা অধিকারিক এবং বিশেষজ্ঞদের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী লেখা হয়েছে 4G এর দামে 5G পরিষেবা লঞ্চ করলে বিপুল স্নখ্যক মানুষ 5G-তে শিফট করবেন।

শুরুতে কোনো টেলিকম কোম্পানিই গ্রাহকদের থেকে 5G প্ল্যানের বা পরিষেবার জন্য খুব বেশি চার্জ করবে না কারণ কোম্পানিগুলি 4G ইউজারদের নতুন প্রজম্মের নেটওয়ার্কের প্রতি আকৃষ্ট এবং অনুপ্রেণিত করাটাই মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী 5G লঞ্চের বেশ কিছুদিন পরে পরিষেবার দাম বাড়ানো হতে পারে। তবে তা হতে এখনও দেরি আছে কারণ 5G হ্যান্ডসেট এখনও পর্যন্ত খুব একটা সাশ্রয়ী হয়ে উঠতে পারেনি।

ভারতে 5G এর দাম সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত

Analysys Mason এর ভারতের হেড রোহন ধমীজা বলেছেন, “5G অপারেটররা শুরুতে 4G এর থেকে খুব বেশি দরে চার্জ করার স্মভাবনা করবে বলে মনে হয় না, কারণ বর্তমানে কোম্পানির লক্ষ্য 5G গ্রাহকদের সংখ্যা বাড়ানো, বেশি সংখ্যক ইউজারদের দ্রুত গতির ইন্টারনেট ব্যাবহারের সুযোগ করে দেওয়া, অধিক ডেটা ব্যাবহার করানো এবং এর ফলে নিজেদের ARPU বাড়িয়ে তোলা।”

ধমীজা ইউকের উদাহরণ দিয়ে জানিয়েছেন সেখানে প্রথমে 5G এর দাম বেশি রেখে লঞ্চ করা হলে 5G মানুসের কাছে পৌঁছতে সমস্যা হওয়ার ফলে পরে রণনীতি পরিবর্তন করে প্রিমিয়াম দামের প্ল্যানগুলি ফিরিয়ে নেওয়া হয়।

এইসব দেশে চলছে 5G পরিষেবা

ভারতে আসার আগে ইতিমধ্যে বিশ্বের বেশ কিছু দেশে সাধারণ মানুষ 5G ব্যাবহার করছে। বর্তমানে আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশে 5G উপলব্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়াতে 2018 সালে সবার প্রথম 5G পরিষেবা চালু করা হয়। এরপর 2019 সালে ইউকে, ইউএস এবং সুইৎজারল্যান্ডে 5G চালু হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here