6 জুন ভারতে লঞ্চ হবে এই বছরের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

ভিভো গত সপ্তাহে জানিয়েছিল কোম্পানি ভারতে তাদের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে আগামী জুন মাসে দেশের বাজারে Vivo X Fold 3 Pro পেশ করা হবে। জানিয়ে রাখি 2024 সালে এখনও পর্যন্ত ভারতে কোনো ফোল্ডেবল স্মার্টফোন পেশ করা হয়নি। Vivo X Fold 3 Pro এই বছর ভারতে প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের স্থান দখল করবে।

ভারতে লঞ্চ হবে Vivo X Fold 3 Pro

অফিসিয়াল ঘোষণার মাধ্যমে ভিভো জানিয়ে দিয়েছে আগামী 6 জুন ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকেই ব্র্যান্ডের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 3 Pro দেশে লঞ্চ করা হবে। কোম্পানির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের পাশাপাশি কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এই ইভেন্ট লাইভ প্রচার করা হবে।

Vivo X Fold 3 Pro ফোনের সম্ভাব্য দাম

এখনও পর্যন্ত নিশ্চিত জানা যায়নি, তবে আমরা ধারণা করছি ভারতে Vivo X Fold 3 Pro ফোনের দাম সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই ফোনটি দুটি স্টোরেজ মডেলে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে এবং এই ফোনের দাম 1,15,000 টাকা থেকে শুরু হতে পারে। এখন অপেক্ষা এই ফোনের লঞ্চ এবং Samsung ও OnePlus এর মতো ব্র্যান্ডগুলিকে কতটা টেক্কা দেয় সেটি দেখার।

Vivo X Fold 3 Pro ফোনের স্পেসিফিকেশন (চাইনিজ মডেল)

  • ডিসপ্লে: Vivo X Fold 3 Pro ফোনে 2,480 x 2,200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির এক্সটারনাল স্ক্রিন রয়েছে। একইভাবে ফোনে 2,748 x 1,172 পিক্সেল রেজোলিউশন সহ 8.03 ইঞ্চির ইন্টারনাল স্ক্রিন দেওয়া হয়েছে। এই দুটি স্ক্রিনই LTPO প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 4,500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। Vivo X Fold 3 Pro ফোনে আলট্রা সনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • প্রসেসর: Vivo X Fold 3 Pro ফোনে কোয়ালকমের Snapdragon 8 Gen 3 প্রসেসর যোগ কতরা হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 16GB LPDDR5 পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ যোগ করা হয়েছে। জানিয়ে রাখি জানিয়ে রাখি ভারতে Samsung Galaxy Z Fold5 ফোনটি 12GB RAM + 1TB Storage এবং OnePlus Open ফোনটি 16GB RAM + 512GB Storage সহ সেল করা হয়।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। উভয় মডেলে 50MP OV50H প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড আঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম এবং 70 মিমি ফোকাল লেন্থ সহ 64MP পেরিস্কোপ লেন্স রয়েছে। এর সঙ্গে V3 ইমেজিং চিপ ব্যাবহার করা হয়েছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: Vivo X Fold 3 Pro ফোনে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়ারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,700mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here