6000mAh Battery এবং 8GB RAM সহ চীনে লঞ্চ হল এই স্টাইলিশ স্মার্টফোন, দাম মাত্র 15 হাজার টাকার চেয়েও কম

টেক ব্র্যান্ড হুয়াই আজ তাদের হোম মার্কেট চীনে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির এঞ্জ্য সিরিজের অধীনে এই ফোনটি Huawei Enjoy 70z নামে লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে হুয়াই অ্যাক্টিভ না থাকলেও এই ফোনের লুক, দাম এবং স্পেসিফিকেশন এঁকে আকর্ষণীয় করে তোলে। নিচে এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Huawei Enjoy 70z এর দাম

চীনে Huawei Enjoy 70z ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 128GB Storage যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1099 ইউয়ান অর্থাৎ প্রায় 12,500 টাকা। একইভাবে এই ফোনের 8GB RAM + 256GB Storage মডেল 1299 ইউয়ান অর্থাৎ প্রায় 14,900 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Galaxy Blue, Snowy White এবং Magical Night Black কালারে সেল জ্রা হবে।

Huawei Enjoy 70z এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি।
  • প্রসেসর: Huawei Enjoy 70z ফোনটি হারমনি ওএস 4.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কিরীন 710এ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: চীনে কোম্পানি তাদের এই নতুন ফোনটি 8GB RAM সহ লঞ্চ করেছে। এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Enjoy 70z ফোনে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে 3.5mm Jack, Bluetooth 5.1 এবং USB-C দেওয়া হয়েছে। ফোনটির থিকনেস মাত্র 8.98 এমএম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here