মাত্র 7799 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে 6000mAh ব্যাটারি সহ স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস

বর্তমানে ক্রমাগত 6000mAh ব্যাটারি বা এর চেয়ে বেশি পাওয়ার সহ স্মার্টফোন লঞ্চ করা হচ্ছে। এতে লেটেস্ট Xiaomi 15, OnePlus 13 এবং Realme GT 7 Pro স্মার্টফোন রয়েছে। তবে এই সমস্ত স্মার্টফোন 50 হাজার টাকা চেয়েও বেশি দামে ফ্ল্যাগশিপ সেগমেন্টে পেশ করা হচ্ছে। কিন্তু ভারতীয় বাজারে এমন একটি স্মার্টফোন রয়েছে, যা 8,000 টাকার কম দামে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

সবচেয়ে কম দামে 6,000mAh ব্যাটারি সহ স্মার্টফোন

সবচেয়ে সস্তা Infinix Smart 8 Plus স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি মাত্র 7,799 টাকা দামে সেল করা হচ্ছে। যেসব ইউজাররা ফোনটি IDFC First, DSB এবং ICICI Bank কার্ডের মাধ্যমে কিনবেন, শপিং সাইটের পক্ষ থেকে সেইসব ইউজারদের জন্য অতিরিক্ত অফার সহ 783 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফার সহ Infinix Smart 8 Plus ফোনটি মাত্র 7,045 টাকা দামে পাওয়া যাবে।

জানিয়ে আরও একটি itel P55T স্মার্টফোনও 6,000এমএএইচ ব্যাটারি সহ 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটিও সেল করা হচ্ছে। Infinix Smart 8 Plus বা itel P55T স্মার্টফোন কেনার এবং এর সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য (এখানে ক্লিক করুন)

Infinix Smart 8 Plus এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Infinix Smart 8 Plus ফোনে 6.6 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, 90Hz রিফ্রেশ রেট, 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস সহ পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশন দিয়ে তৈরি মিডিয়াটেক হেলিও জি36 এন্ট্রি লেভেল চিপসেট যোগ করেছে। এই চিপসেট 1.8 গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত চার কোটেক্স-এ53 কোর এবং চার 2.2গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত চার কোটেক্স-এ53 কোর রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এবং XOS 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 গো থাকার জন্য গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা যায়। এই অ্যাপপ্লিকেশন কম RAM এবং হালকা প্রসেসারেও স্মুথ কাজ করে এবং ইন্টারনেট ও ব্যাটারি কম খরচ করে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 4GB LPDDR4x RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও ফোনের RAM বাড়ানোর জন্য এতে 4GB extended RAM রয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM সহ 8GB RAM (4+4) এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এর সঙ্গে সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং এবং ইউএসবি টাইপ সি পোর্ট সহ 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here