ভারতে বর্তমানে 5G Network তাঁর পরিধি বিস্তার করে চলেছে। এই টেকনোলজিকে আরও অ্যাডভান্স করার জন্য এবার দেশে 6G Lab এর সূচনা করা হয়েছে। Nokia এই 6G Lab বেঙ্গালুরুতে শুরু করেছে এবং এর উদ্বোধন করেছেন স্বয়ং কমিউনিকেশন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব। আরও পড়ুন: Online Shopping Fraud এর হাত থেকে কিভাবে বাঁচবেন? মেনে চলুন এই 5টি বিষয়
Nokia 6G Lab
ফিনল্যান্ডের টেক কোম্পানি নোকিয়া কর্ণাটকের বেঙ্গালুরু শহরে নতুন 6G Lab স্থাপন করেছে। 6জি টেকনোলজিতে বেসড ফান্ডামেন্টাল টেকনোলজি এবং এর উন্নতিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া নোকিয়ার এই ল্যাবের মূল উদ্দেশ্য। Nokia 6G Lab ভারতের গ্লোবাল 6জি স্ট্যান্ডার্ড সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে।
অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য
6জি ল্যাবের উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ডিজিটাল ইন্ডিয়া সমস্ত ভারতীয়দের জীবনে পজিটিভ প্রভাব ফেলেছে। ইন্টারনেট পরিষেবা দেশের সমস্ত নাগরিকদের কাছে পৌঁছে গেছে ও যাচ্ছে এবং এবার ভারতকে ইনভেশন হাব গ্রে তুলতে হবে। পিএম মোদীর ভিশন সম্পর্কে কথা বলার সময় তিনি জানিয়েছেন ভারত ও বিশ্বের জন্য ডিজিটাল টেকনোলজি ভারতেই তৈরি করা হবে। নোকিয়া 6জি ল্যাব এই পথের একটি বেশ বড় মাইল স্টোন হতে চলেছে। আরও পড়ুন: ফোন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স কিভাবে চেক করবেন?
6G Technology এর সুবিধা
6জি টেকনোলজি দেশের সামাজিক ও শিল্পের বিকাশে দ্রুততা আনবে এবং ফিউচার নীড পূরণ করবে। 6জি টেকনোলজির মাধ্যমে পরিবহন, সুরক্ষা, স্বাস্থ্য এবং শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অজস্র এবং অ্যাডভান্স পরিবর্তন আনবে। এর ফলে দেশে ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে নতুন অধ্যায় যুক্ত হবে বলে মনে করা হচ্ছে। সব দিক থেকেই 6জি টেকনোলজি ভারতের সার্বিক বিকাশ এবং সুনামের ক্ষেত্রে দারুণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন