6GB RAM এর সঙ্গে লঞ্চ হবে কম দামের 5G ফোন Samsung Galaxy A54 5G, গীকবেঞ্চে তালিকাভুক্ত হল এই ফোনটি

কিছু দিন আগে অনলিকসের সঙ্গে যৌথভাবে আমরা Samsung Galaxy A54 5G ফোনটির রেন্ডার ইমেজ এবং ভিডিও শেয়ার করেছিলাম। যার ফলে লঞ্চের অনেক আগেই এই ফোনের ডিজাইন এবং লুক সামনে এসে গেছে। এবার এই 5G ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছে এবং এখান থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। সার্টিফিকেশন সাইটে দেখার পর স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই মার্কেটে Samsung Galaxy A54 5G লঞ্চ করা হবে। আরও পড়ুন: 240KM রেঞ্জ সহ এই ইলেকট্রিক স্কুটারটির ডিজাইন এবং ফিচার দেখে মুগ্ধ হবেন আপনিও, জেনে নিন স্পেসিফিকেশন  

প্রকাশ্যে এল Samsung Galaxy A54 5G এর ফিচার

গীকবেঞ্চে Samsung Galaxy A54 5G ফোনটি SM-A546B মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। গত 9 ডিসেম্বর এই লিস্টিং করা হয়েছে। গীকবেঞ্চে এই স্মার্টফোনটি সিঙ্গেল কোরে 776 স্কোর পেয়েছে এবং মাল্টি কোরে ফোনটিকে 2599 স্কোর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এটি এখন প্রাথমিক স্তরের স্কোর, যখন ফোনটি লঞ্চ হবে তখন স্কোর পরিবর্তন হয়ে রেজাল্ট বদলে যাবে। গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Samsung Galaxy A54 5G ফোনটি লেটেস্ট Android অপারেটিং সিস্টেম Android 13 এর সঙ্গে পেশ করা হবে। এর সঙ্গে এই ফোনে OneUI এর স্কিন দেখা যাবে।

গীকবেঞ্চে এই ফোনে 6GB RAM দেওয়ার কথা বলা হয়েছে। তবে বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী এটি ফোনটির বেস ভেরিয়েন্ট হবে এবং ফোনটির বড় ভেরিয়েন্টে 8GB RAM থাকবে। Samsung Galaxy A54 5G তে 2.40 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী জি68 জিপিউ থাকবে। এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তবে মনে করা হচ্ছে এই ফোনটি Samsung Exynos 1380 চিপসেটে রান করবে।  আরও পড়ুন: Jio ইউজারদের জন্য সুখবর! 630GB 5G ডেটার সঙ্গে এসে গেছে New Year Offer

Samsung Galaxy A54 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A54 5G ফোনটিতে 6.4 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হবে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। এই ফোনে 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here