গ্লোবাল বাজারে লঞ্চ হল 7.2 ইঞ্চির সহ TCL NxtPaper 60 Ultra 5G স্মার্টফোন, iPhone 16 Pro Max এবং Galaxy S25 Ultra স্মার্টফোনের চেয়েও বড় ডিসপ্লে 

টেক ব্র্যান্ড TCL গ্লোবাল বাজারে তাদের নতুন NxtPaper 60 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। এই মিড বাজেট স্মার্টফোনটি textured display ফিচার সহ পেশ করা হয়েছে। বর্তমানে স্মার্টফোনটি শুধুমাত্র ইউরোপের বাজারে 12GB RAM এবং মিডিয়াটেক Dimensity 7400 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক NxtPaper 60 Ultra স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

এই টিসিএল স্মার্টফোনটি ‘টেক্সচার্ড ডিসপ্লে’ সহ পেশ করা হয়েছে, ফলে এটি অন্যান্য স্মার্টফোনের থেকে অন্যরকম দেখায়। এই স্মার্টফোনটিতে ম্যাট ডিসপ্লে রয়েছে, এটি অনেকটা কাগজের মতো লাগছে। স্মার্টফোনটিতে NxtPaper ফিচার রয়েছে যা ব্লু লাইট এবং গ্লেয়ার কম করতে সাহায্য করে, এর ফলে চোখের কম ক্ষতি হয়। এই পেপার ডিজাইনের জন্য স্মার্টফোনটিতে ই-বুকের মতো এক্সপিরিয়েন্স পাওয়া যায়।

যারা স্মার্টফোনের সাজে পড়াশোনা করেন, তাদের জন্য TCL NxtPaper 60 Ultra 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। যারা ই-বুক বা ই-ম্যাগাজিন পড়তে ভালোবাসেন অথবা যেসব ছাত্ররা অনলাইন পড়াশোনা করেন তাঁরা কয়েক ঘন্টা পর্যন্ত এই ফোনটি ব্যাবহার করলেও তাদের চোখের ক্ষতি হবে না। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই স্মার্টফোনটি blue light কন্ট্রোল করতে পারে এবং প্রতিটি ব্রাইটনেস লেভেলে স্মুথ ভিজুয়াল উপভোগ করা যায়।

নেক্সটপেপার ফিচারের পাশাপাশি সহ টিসিএল স্মার্টফোনটিতে 7.2 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। বড় ডিসপ্লেয়ের জন্য স্মার্টফোনটিতে খুব সহজেই কন্টেন্ট পড়া এবং দেখা যাবে। এই টিসিএল স্মার্টফোনের ডিসপ্লে সাইজ বাজারে উপস্থিত ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 Ultra এবং iPhone 16 Pro Max স্মার্টফোনের তুলনায় অনেকটাই বেশি। উভয় স্মার্টফোনেই 6.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে।

NxtPaper 60 Ultra স্মার্টফোনটিতে এলসিডি প্যানেল দিয়ে তৈরি ফুলএইচডি + রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, এর ফলে স্মুথ স্ক্রলিং উপভোগ করা যাবে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে কন্টেন্ট স্ক্রল করার জন্য স্মার্টফোনটির সঙ্গে স্টায়লাস পেনের মতো T-Pen Magic দেওয়া হচ্ছে। অর্থাৎ হাত না লাগিয়েই শুধুমাত্র পেনর মাধ্যমে কন্টেন্ট দেখা যাবে।

NxtPaper 60 Ultra স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে স্মার্টফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে, ফলে খুব সহজেই মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স করা যাবে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল সেন্সর এবং 50 মেগাপিক্সেল periscope লেন্স ও 8 মেগাপিক্সেল ultrawide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য NxtPaper 60 Ultra স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য টিসিএলের নতুন স্মার্টফোনটিতে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। স্মার্টফোনটির 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম €449 এবং 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম  €499 রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 46,000 টাকা এবং  51,000 টাকার কাছাকাছি।

এখনও পর্যন্ত TCL NxtPaper 60 Ultra 5G স্মার্টফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। যারা স্মার্টফোনের মাধ্যমে কিছু পড়তে ভালোবাসে, তাদের জন্য এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। এই স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এর স্ক্রিন এবং ডিসপ্লে টেকনোলোজি।

ডিসপ্লে ছাড়াও এই স্মার্টফোনের প্রসেসর এবং ফটোগ্রাফি সেটআপ ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তবে ব্যাটারির দিক দিয়ে ইউজাররা কিছুটা নিরাশ হতে পারে। এই বাজেট রেঞ্জে ভারতের বাজারে উপস্থিত 6.9 ইঞ্চির ডিসপ্লে সহ Redmi 15 এবং POCO M7 Plus স্মার্টফোনগুলি ভালো অপশন হতে পারে। 15 হাজার টাকার চেয়েও কম দামের স্মার্টফোনগুলিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে এতে দারুণ কন্টেন্ট উপভোগ করা যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here