ভারতে 7 মার্চ লঞ্চ হবে Xiaomi 14, জেনে নিন প্রাইস রেঞ্জ এবং স্পেসিফিকেশন

Xiaomi 14 এর অপেক্ষায় বসে থাকা ইউজারদের জন্য সুখবর আছে। কোম্পানি জানিয়ে দিয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরযুক্ত এই শক্তিশালী ফোনটি ভারতে আসতে চলেছে। অফিসিয়াল ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে আগামী 7 মার্চ Xiaomi 14 লঞ্চ করা হবে।

ভারতে আসছে Xiaomi 14

শাওমি ইন্ডিয়া অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 7 মার্চ কোম্পানি ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের ম্নচ থেকেই Xiaomi 14 লঞ্চ করা হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানি তাদের এই আপকামিং ফোনটি #XiaomixLeica হ্যাশট্যাগ সহ টিজ করা শুরু করেছে। ফোনটির লঞ্চ টাইম এবং লাইভ স্ট্রিমিং লিঙ্কও খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।

Xiaomi 14 এর আনুমানিক দাম

চীনে আগে থেকেই Xiaomi 14 ফোনটি সেল করা হয়। সেখানে এই ফোনটি চারটি মডেলে লঞ্চ করা হয়েছিল এবং এর দাম 3999 ইউয়ান অর্থাৎ প্রায় 46,000 টাকা থেকে 4999 ইউয়ান অর্থাৎ প্রায় 57,000 টাকা পর্যন্ত। এটি ফোনটির 8GB+256GB এবং 16GB+1TB মডেলের দাম। ভারতে Xiaomi 14 ফোনের দাম 40 হাজার টাকা থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। ভারতে এই ফোনের 1TB স্টোরেজ মডেল নাও পেশ করা হতে পারে।

Xiaomi 14 এর স্পেসিফিকেশন (চীন)

  • ডিসপ্লে: ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 14 ফোনে 2670 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.36-ইঞ্চির পাঞ্চ হোল OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 3,000 নিটস পীক ব্রাইটনেস এবং 2160 হার্টস PWM ডিমিং সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 তে রান করে।গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 750 জিপিইউ যোগ করা হয়েছে।
  • রেয়ার ক্যামেরা: Xiaomi 14 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা লেন্স, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64MP টেলিফটো লেন্স রয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP OV32B ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: Xiaomi 14 ফোনটিতে 4,610mAh ব্যাটারির সঙ্গে 90W ফাস্ট চার্জিং ফিচার এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে In-display fingerprint sensor, ইউএসবি 3.2 জেনারেল 1 পোর্ট, IP68 রেটিং, ওয়াইফাই 7, এনএফসি, ব্লুটুথ 5.4, হ্যাপ্টিক্স ESA0809 এর জন্য X-axis লীনিয়ার মোটর দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here