সাইবার ক্রাইম এবং ফ্রডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। স্ক্যামাররা নতুন নতুন পদ্ধতিতে সাধারণ মানুষদের বোকা বানানোর চেষ্টা করে চলেছে এবং অনেক মানুষ তাদের ফাঁদে পা দিয়ে নিজেদের সর্বস্ব হারিয়েও বসছেন। এবার নতুন Traffic Challan Scam এর কথা শোনা যাচ্ছে। বেঙ্গালুরুর এক ব্যাক্তি অনলাইন চালান জমা করার সময় তাঁর অ্যাকাউন্ট থেকে 70 হাজার টাকা হাপিস হয়ে গেছে।
কি ঘটেছে?
এই ফ্রড ঘটেছে হরি কৃষ্ণণ নামক বেঙ্গালুরুর এক বাসিন্দার সঙ্গে। তিনি অনলাইনে তাকে চালান স্ক্যামে ফাঁসিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে 70 হাজার টাকা লোপাট করে দেওয়া হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত 19 জানুয়ারি তিনি Whatsapp এর মাধ্যমে একটি ম্যাসেজ পেয়েছিলেন। এই ম্যাসেজে নতুন চালানের কথা বলা হয়। ম্যাসেজে জানানো হয়েছিল হরি কৃষ্ণণের SUV Car ট্রাফিক নিয়ম উলঙ্ঘন করেছে, ফলে তাঁর নামে চালান কাটা হয়েছে।
চালান হিসাবে তাকে জরিমানা জমা করতে বলা হয়। তাঁর বক্তব্য অনুযায়ী এই ম্যাসেজ অনেকটাই আসল দেখতে ছিল এবং এতে রসিদ নাম্বারও দেওয়া হয়েছিল। স্ক্যামাররা এই ম্যাসেজটি একদম আস্লের মতোই তৈরি করেছিল এবং এটি দেখে হরি কৃষ্ণণ ঘুণাক্ষরেও বুঝতে পারেন্নি এতে কোনো গণ্ডগোল থাকতে পারে।
স্ক্যামের ম্যাসেজ
হোয়াটসঅ্যাপ ম্যাসেজে তাকে একটি লিঙ্ক দেওয়া হয়, এতে ক্লিক করে বাহন পরিবহন অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। ম্যাসেজের কথা মেনে তিনি লিঙ্কে ক্লিক করে দেন। তখন তাঁর ফোন তাকে রিস্ক ফাইল ওয়ার্নিং পর্যন্ত দিয়েছিল। তবুও হরি কৃষ্ণণ ফাইল ডাউনলোড করেন।
লিঙ্কে ক্লিক করতেই টাকা কাটে
এর পর তাঁর ফোনের একের পর এক OTP আসতে শুরু করে। তিনি তাঁর ট্রানজংকশন চেক করে জানতে পারেন তাঁর ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো ই-কমার্স কোম্পানিকে 70 হাজার টাকা পেমেন্ট করা হয়েছে। এই আনঅথরাইজড ট্রানজংকশন দেখেই হরি কৃষ্ণণ বুঝতে পারেন তাঁর সঙ্গে স্ক্যাম হয়ে গেছে।
সবচেয়ে বড় কথা এই সবের মধ্যেই হরি কৃষ্ণণের স্ত্রীর ফোনেও ম্যাসেজ করে জানানো হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টও কেউ অ্যাক্সেস করার চেষ্টা করছে। যেহেতু দুই জনের ফোনের অ্যাপ একই ফোন নাম্বারের সঙ্গে কানেক্ট ছিল তাই এমনটা হয়েছে। তবে স্ক্যামাররা তাঁর স্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করতে পারেনি। অনলাইন চালান স্ক্যামের শিকার হয়ে এই পরিবার মোট 70 হাজার টাকা হারিয়ে বসে আছেন।