7000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ 1 অক্টোবর ভারতে লঞ্চ হবে realme 15x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

বিগত দুই সপ্তাহ ধরে realme 15x 5G ফোনটি শিরোনামে ছেয়ে রয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির লঞ্চ এবং সেল ডেট সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 1 অক্টোবর ভারতে এই ফোনটি লঞ্চ করা হবে এই দিন থেকেই realme 15x 5G ফোনের সেল‌ও শুরু হয়ে যাবে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজ থেকে ফোনটির ছবি এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

1 অক্টোবর দুপুর 12টার সময় realme 15x 5G ফোনটির দাম ঘোষণা করা হবে এবং এক‌ই সঙ্গে শুরু হবে ফোনটির সেল। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমেও ফোনটি সেল করা হবে। কোম্পানির ওয়েবসাইটে ফোনটি Red, Blue ও Purple কালার অপশনে দেখা গেছে এবং এই মডেলগুলি আলাদা আলাদা নামে সেল করা হবে। ফোনটির অফিসিয়াল ডিটেইলস সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন

সম্প্রতি লিকের মাধ্যমে realme 15x 5G ফোনটির দাম প্রকাশ্যে এসেছে। টিপস্টার জানিয়েছেন এই ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হবে। ফোনটির 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম রাখা হবে 16,999 টাকা। এই ফোনটির 8GB RAM মডেলে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 17,999 টাকা এবং 19,999 টাকা রাখা হবে। তবে ফোনটির সঠিক দাম জানার জন্য 1 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কোম্পানি জানিয়ে দিয়েছে realme 15x 5G ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। জানিয়ে রাখি এই সিরিজেই আগে লঞ্চ করা realme 15, realme 15T এবং realme 15 Pro ফোনগুলিতেও 7,000mAh ব্যাটারি রয়েছে। এক‌ই সঙ্গে এইসব ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। তবে কোম্পানি realme 15x 5G ফোনে 60W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হবে।

realme 15x 5G ফোনটি সেলফি প্রেমী মানুষদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে এতে 50MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। সিরিজের realme 15, realme 15T এবং realme 15 Pro ফোনেও 50MP সেলফি ক্যামেরা রয়েছে। আপকামিং realme 15x 5G ফোনটির ব্যাক প্যানেলে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ থাকতে পারে।

লিক অনুযায়ী realme 15x 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হবে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এটি কিছুটা পুরনো চিপসেট, যার ফলে ইউজাররা নিরাশ হতে পারে। জানিয়ে রাখি এই একই চিপসেট 10 হাজার টাকার চেয়ে কম দামের iQOO Z10 Lite এবং itel Zeno ফোনেও পাওয়া যায়। realme 15x 5G ফোনে 8GB Expandable RAM টেকনোলজি দেওয়া হতে পারে।

realme 15x 5G ফোনে 6.8-ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে যোগ করা হবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনটির লিক প্রাইস সঠিক হলে মাত্র 18 হাজার টাকার চেয়েও কম দামের এই ফোনে বড় ব্যাটারি এবং অসাধারণ সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটির IP69 রেটিং এটিকে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ করে তুলবে।

realme 15x 5G ফোনটি ছাড়াও এই প্রাইস রেঞ্জের OPPO K13x, Infinix Hot 60 এবং POCO M7 5G ফোনগুলিও ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। OPPO K13x ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 6000mAh ব্যাটারি রয়েছে। Infinix Hot 60 ফোনটিতে Dimensity 7300 Ultimate প্রসেসর যোগ করা হয়েছে। অপরদিকে POCO M7 5G ফোনটি Snapdragon 4 Gen 2 চিপসেটে কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here