লঞ্চ হল Redmi Note 11R স্মার্টফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi টেক মঞ্চে তাদের প্রতিপত্তি বাড়ানোর জন্য তাদের ‘নোট 11’ সিরিজে Redmi Note 11R নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ভারতে Redmi Note 11R ফোনটির আগে এই সিরিজেরই Redmi Note 11 Pro+ 5G, Redmi Note 11 SE, Redmi Note 11 Pro, Redmi Note 11S, Redmi 11 Prime 5G, Redmi 11 Prime, Redmi Note 11 এবং Redmi Note 11T 5G ফোনগুলি পেশ করা হয়েছে। এই পোস্টে নতুন Redmi Note 11R ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Redmi Note 11R এর দাম

মার্কেটে Redmi Note 11R ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে RMB 1299 অর্থাৎ প্রায় 14,850 টাকা। একইভাবে ফোনটির 6GB RAM ও 128GB মেমরি ভেরিয়েন্ট RMB 1499 (প্রায় 17,200 টাকা) এবং সবচেয়ে বড় ভেরিয়েন্ট 8GB RAM এবং 128GB Storage সহ RMB 1699 (প্রায় 19,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। Redmi Note 11R ফোনটি Black, Grey ও Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Redmi Note 11R এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Redmi Note 11R ফোনটিতে 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির FHD+ ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেট ও 240 হার্টস টাচ সাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনটির ডায়মেনশন 163.99 × 76.09 × 8.9 এমএম এবং ওজন 201 গ্রাম।

Redmi Note 11R ফোনটি MIUI 13 বেসড Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে কাজ করে। এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট আছে। গ্রাফিক্সের জন্য এতে আছে মালী জি57 জিপিইউ।

ফটোগ্রাফির জন্য Redmi Note 11R ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সহ এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।

Redmi Note 11R ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 3.5 এমএম হেডফোন জ্যাক ও আইআর ব্লাস্টার সহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here