এই নতুন Vivo ফোনটিতে পাওয়া যাবে 16GB RAM, লিকের মাধ্যমে প্রকাশ্যে এল স্পেসিফিকাশন

ভিভো তাদের ‘ভি’ সিরিজের নতুন স্মার্টফোন Vivo V40 SE লঞ্চ করবে বলে খবর পাওয়া যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি তবে একটি লিকের মাধ্যমে এই স্মার্টফোনটির ফটো এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আপকামিং Vivo V40 SE ফোনটিতে 8GB RAM + 8GB Virtual RAM এবং Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।

Vivo V40 SE এর ফটো (লিক)

Vivo V40 SE এর স্পেসিফিকেশন (লিক)

  • স্ক্রিন: লিক অনুযায়ী Vivo V40 SE স্মার্টফোনে ফুলএইচডি+ 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এমোলেড প্যানেলে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
  • প্রসেসর: Vivo V40 SE ফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস এবং ফানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হতে পারে। লিক থেকে জানা গেছে স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।
  • মেমরি: Vivo V40 SE ফোনটি 8জিবি RAM এবং 8জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ সহ লঞ্চ করা হবে। ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM মিলিয়ে এই ফোনে 16জিবি পর্যন্ত RAM উপভোগ করা যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। লিক অনুযায়ী এই ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল মেইন সেন্সের, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হবে।Vivo V40 SE ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে বলে খবর পাওয়া গেছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V40 SE স্মার্টফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে। লিক অনুযায়ী এই স্মার্টফোনটিতে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হবে।
  • অন্যান্য: Vivo V40 SE স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সের, আইপি54 রেটিং, 1টিবি কার্ড সাপোর্ট সহ ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.0 ফিচার দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here