ভারতে আগামীকাল অর্থাৎ 6 এপ্রিল OPPO F19 সিরিজ লঞ্চ করা হবে। আবার অনেক দিন ধরেই বিভিন্ন লিক ও রিপোর্ট থেকে জানা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি OPPO A74 নামের একটি কম দামের 5জি ফোন লঞ্চ করবে। কয়েক দিন আগে এই OPPO A74 এর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে পর্যন্ত খবর পাওয়া গিয়েছিল। এবার লঞ্চের আগেই OPPO A74 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। তবে এবিষয়ে বিস্তারিত বলার আগেই জানিয়ে রাখি কোম্পানি এখনও পর্যন্ত অফিসিয়ালি OPPO A74 5G এর দাম বা লঞ্চ ডেট সম্পর্কে কিছুই জানায়নি।
OPPO A74 5G এর ডিজাইন
রিটেইল ওয়েবসাইটে OPPO A74 5G এর ছবি অনুযায়ী ফোনটির ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় পাঞ্চ হোল কাটআউট থাকবে। ডিসপ্লের নিচের দিকে সাধারণের তুলনায় চওড়া বেজল রয়েছে। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে।
OPPO A74 5G এর দাম
অষ্ট্রেলিয়ার একটি রিটেইল ওয়েবসাইট JB Hi-Fi তে OPPO A74 5G লিস্টেড করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে ফোনটির দাম ও কালার অপশন সম্পর্কিত তথ্যও জানা গেছে। ওয়েবসাইটের লিস্টিঙে ফোনটি Fluid Black এবং Space Silver কালার ভেরিয়েন্টে দেখা গেছে। OPPO A74 5G এর 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম AUD 444 (প্রায় 24,800 টাকা) রাখা হবে। লিস্টিঙে আরও বলা হয়েছে, ফোনটি আগামী 19 এপ্রিল লঞ্চ করে দেওয়া হবে।
OPPO A74 5G এর স্পেসিফিকেশন
JB Hi-Fi এর লিস্টিং অনুযায়ী OPPO A74 5G তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে এবং এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম হবে। এছাড়া এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 480 এসওসির সঙ্গে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজসহ কাজ করবে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানোও যায়।
ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। OPPO A74 5G এর রেয়ার ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে। এছাড়া ফোনের ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
কানেক্টিভিটি ফিচার হিসেবে OPPO A74 5G তে ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস এবং 3.5 এমএম অডিও জ্যাক থাকবে। এর পাশাপাশি ডেটা ট্রান্সফার ও চার্জিঙের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া OPPO A74 5G ফোনটি কালার ওএস 11.1 যুক্ত অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










