অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon India তে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ Amazon Great Freedom Festival Sale 2022 শুরু হতে চলেছে। Amazon-এ এই সেল শুরু হবে 6ই আগস্ট, যা চলবে 10ই আগস্ট পর্যন্ত। Amazon প্রাইম মেম্বারদের জন্য, এই সেল আজ রাত 12 টা থেকে শুরু হবে। আপনি যদি গত মাসে Amazon এর দেওয়া সেল এর অফার এবং ডিসকাউন্টের সুবিধা গুলি মিস করে থাকেন, তাহলে এই সেলটি আপনার জন্য সেরা অফার নিয়ে আসছে। আজকের এই পোস্টে আমি আপনাদের Amazon এ আজ রাত থেকে শুরু হতে চলা Amazon Great Freedom Festival Sale 2022-এ ল্যাপটপ, স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটগুলিতে কি কি অফার এবং ডিসকাউন্ট পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো।
Amazon Great Freedom Festival Sale এর অফার
Amazon-এ শুরু হতে চলা Amazon Great Freedom Festival সেল চলাকালীন SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডগুলিতে 10 শতাংশ ছাড় দেওয়া হবে৷ ব্যাঙ্ক ডিসকাউন্টের পাশাপাশি Amazon এ সেল চলাকালীন বিভিন্ন প্রোডাক্টে অনেক ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথে, Amazon-এ সেল চলাকালীন রাত 8 টায় সীমিত সময়ের জন্য ধামাকাদার ডিলও দেওয়া হবে।
Amazon Great Freedom Festival Sale : তারিখ এবং সময়
Amazon Great Freedom Festival Sale 2022 প্রাইম মেম্বারদের জন্য আজ রাত 12 টা থেকে শুরু হবে। Amazon-এর রেগুলার ইউজারদের জন্য, এই সেলটি 6ই আগস্ট দুপুর 12টা থেকে শুরু হবে এবং 10ই আগস্ট পর্যন্ত চলবে। আপনার যদি অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন থাকে, তাহলে আপনি আজ রাত 12টা থেকেই এই সেল এর সমস্ত ডিসকাউন্ট এবং অফারের সুবিধা নিতে পারবেন।
Amazon Great Freedom Festival Sale: সেরা অফার
Amazon এ Great Freedom Festival Sale চলাকালীন ইউজাররা সমস্ত প্রোডাক্টের উপর অনেক অফার এবং ডিসকাউন্ট পাবেন। সেল শুরু হওয়ার আগেই, গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের ল্যান্ডিং পেজ অ্যামাজনে লাইভ হয়েছে। ল্যান্ডিং পেজ থেকে জানা গেছে যে যে অ্যামাজনে সেল চলাকালীন স্মার্টফোন এবং Accessories এর উপর 40 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে, সেল সময় যেসব ডিলগুলি পাওয়া যাবে সেগুলো এখনও পুরোপুরি সামনে আসেনি। Amazon বলেছে যে সেল চলাকালীন হেডফোনে 75 শতাংশ, ল্যাপটপে 40 শতাংশ এবং ট্যাবলেটগুলিতে 45 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। এর সাথে, হোম অ্যাপ্লায়েন্সে 60 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
- স্মার্টফোনে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
- ল্যাপটপে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
- ইলেকট্রনিক্সে 75% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
- বেডরুম, লিভিংরুম, ডাইনিং এবং স্টোরেজ আইটেমগুলিতে 54% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
- Sony, Marshalls এবং অন্যান্য প্রিমিয়াম অডিও ব্র্যান্ডগুলিতে 21 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
Amazon-এ শুরু হওয়া সেলের আরেকটি ইন্টারেস্টিং বিষয় হল সেল চলাকালীন এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও পাওয়া যাবে। আপনি যদি একটি পুরানো মোবাইল, ল্যাপটপ বা টিভি একটি নতুন প্রোডাক্টের সাথে এক্সচেঞ্জ করেন তাহলে আপনি এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও পাবেন। Amazon Great Freedom Festival Sale এ হোম এবং কিচেনের প্রোডাক্ট , স্মার্টওয়াচ এবং আরও অনেক কিছুর প্রারম্ভিক অফারগুলি লাইভ হয়েছে। আপনি যদি একটি নতুন অডিও প্রোডাক্ট কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই সেল থেকে সেরা অফার নিজের পছন্দের জিনিস কিনে ফেলতে পারেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন












