যেসব ইউজাররা কম দামে বড় ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চান তাদের মধ্যে অনেকেই Realme C73 5G ফোনটি পছন্দ করেন। মাত্র 10,499 টাকা প্রাথমিক দামে লঞ্চ হওয়া এই ফোনটিতে 6000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং Military Grade ডিউরেবল বডি রয়েছে। তবে কোম্পানির নতুন পদক্ষেপ নিঃসন্দেহে ইউজারদের বড়সড় ধাক্কার মুখে ফেলবে। কোম্পানির পক্ষ থেকে সস্তা Realme C73 5G ফোনটির দাম বাড়ানো হয়েছে। ফোনটির সবকটি ভেরিয়েন্টে ইতিমধ্যে নতুন দাম জারি করে দেওয়া হয়েছে।
| realme C73 5G | লঞ্চ প্রাইস | নিউ প্রাইস | প্রাইস হাইক |
| 4GB RAM + 64GB Storage | ₹10,499 | ₹10,999 | ₹500 |
| 4GB RAM + 128GB Storage | ₹11,499 | ₹11,999 | ₹500 |
কোম্পানির পক্ষ থেকে তাদের Realme C73 5G ফোনটি 4GB RAM সহ দুটি মডেলে লঞ্চ করা হয়েছিল। ফোনটির 64GB স্টোরেজ মডেল 10,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং 128GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল 11,499 টাকা। এই দুটি মডেলের দামই 500 টাকা করে বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এই দুটি মডেল যথাক্রমে 10,999 টাকা এবং 11,999 টাকা দামে সেল করা হবে।
প্রসেসিঙের জন্য Realme C73 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali G57 MC2 GPU যোগ করা হয়েছে। এই ফোনে 12GB Dynamic RAM ফিচার রয়েছে, ফলে ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে মোট 16GB পর্যন্ত RAM (4GB+12GB) এর পারফরমেন্স উপভোগ করা যায়।
Realme C73 5G ফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পেলিং রেট সহ 625nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই ফোনে Rainwater Smart Touch টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme C73 5G ফোনে 15W চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে রিভার্স চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে এই ফোনের সাহায্যে ইয়ারবাড ও স্মার্ট ওয়াচ চার্জ করা যায়।
Realme C73 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 32MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এই ফোনে 5GHz Wi-Fi ও Bluetooth 5.3 সহ 9 5G Bands দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 বেসড RealmeUI 6 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Realme C73 5G ফোনে শক রেজিস্টেন্স Military Grade রেটিং যোগ করা হয়েছে। এছাড়া জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং রয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির থিকনেস মাত্র 7.96mm। এই ফোনে 300% Ultra Volume Mode দেওয়া হয়েছে।
এই প্রাইস রেঞ্জে Realme C73 5G ফোনটি খুব একটা খারাপ অপশন নয়। তবে যারা রিয়েলমি ছাড়া অন্য ব্র্যান্ডের ফোন কিনতে চান তাদের জন্য বাজারে উপস্থিত iQOO Z10 Lite, Tecno Spark Go, POCO M7, OPPO K13x এবং Infinix Hot 60 ফোনগুলি উল্লেখযোগ্য অপশন। 10 হাজার থেকে 11 হাজার টাকার রেঞ্জের এইসব ফোনে শক্তিশালী ব্যাটারি, বড় ডিসপ্লে এবং সুন্দর পারফরমেন্স পাওয়া যায়।












