বাজারে আসবে Ola কোম্পানির সস্তা ব্যাটারিচালিত স্কুটি, জেনে নিন দাম

ইলেকট্রিক স্কুটার প্রস্ততকারী কোম্পানি Ola Electric ভারতে শীঘ্রই তাদের সবচেয়ে সস্তা ব্যাটারিচালিত স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী দীপাবলির আগেই কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার পেশ করতে পারে। জানিয়ে রাখহি ওলার এই আগামী ইলেকট্রিক স্কুটারটি কোম্পানির সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার হতে পারে। এছাড়া স্বয়ং Ola CEO Bhavish Aggarwal তাঁর টুইটের মাধ্যমে ভারতে নতুন প্রোডাক্ট লঞ্চের আভাস দিয়েছেন। আরও পড়ুন: Jio এর কোন রিচার্জ প্ল্যান কতটা সুবিধাজনক, দেখে নিন তালিকা

Affordable Ola S1 electric scooter

Bhavish Aggarwal টুইটের মাধ্যমে জানিয়েছেন এই মাসের শেষে নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে। তিনি বলেছেন, “এই মাসে আমাদের লঞ্চের জন্য কিছু কিছু বড় করার পরিকল্পনা করা হচ্ছে। #EndICEAge রেভলিউশন কম পক্ষে 2 বছর এগিয়ে যাবে। আমরা সত্যিই এক্সাইটেড।” এছাড়া Car And Bike এর ওয়েবসাইতের একটি রিপোর্টে বলা হয়েছে কোম্পানি Ola S1 স্কুটারের একটি নতুন এবং সস্তা ভার্সন লঞ্চের প্ল্যানিং করছে।

Affordable Ola S1 electric scooter এর দাম (লিক)

Car And Bike এর রিপোর্টে সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী বলা হয়েছে নতুন সস্তা OLA S1 স্কুটারের দাম 80,000 টাকারও কম হতে পারে, যা বর্তমানে বাজারের সবচেয়ে জনপ্রিয় পেট্রোলচালিত স্কুটার সেগমেন্টের মতোই। এই নতুন ভেরিয়েন্টে OLA S1 এবং OLA S1 Pro এর থেকেও বেশি ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। তবে আগের মতোই নতুন OLA Electric Scooter টিও কোম্পানির মুভ ওএস প্ল্যাটফর্মে কাজ করবে। আরও পড়ুন: 15 হাজার টাকারও কম দামে লঞ্চ হল 50MP Camera সহ নতুন 5G Phone, পাওয়া যাবে 7GB RAM-এর ক্ষমতা

OLA S1 Electric Scooter

জানিয়ে রাখি ভারতে Ola S1 ইলেকট্রিক স্কুটার 99,999 টাকা (এক্স শোরুম) দামে লঞ্চ করা হয়েছিল এবং এটি 5.5kW মোটরের সঙ্গে 8.5kw পীক পাওয়ারে কাজ করে। এই ইলেকট্রিক স্কুটারে 141 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এবং 95 কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ স্পীড পাওয়া যায়। হোম চার্জার ব্যাবহার করে মাত্র 5 ঘণ্টার মধ্যে Ola S1 স্কুটার ফুল চার্জ হয়ে যায়। এই স্কুটারে পাওয়ার দেওয়ার জন্য 3kWh ব্যাটারি প্যাক রয়েছে। এই স্কুটার ওলার মুভ ওএস প্ল্যাটফর্মে কাজ করে যা মিউজিক প্লেব্যাক, নেভিগেশন, একটি কম্প্যানিয়ন অ্যাপ এবং রিভার্স মোডের মতো সুবিধা দিতে সক্ষম। জানিয়ে রাখি Ola S1 স্কুটারে দীপাবলির সময়ে মুভ ওএস 3.0 আপডেট পাওয়া যাবে।

দেদার বিকিয়েছে Ola স্কুটার

ওলা কয়েক দিন আগে জানিয়েছিল গত মাসে অর্থাৎ 2022 সালের সেপ্টেম্বর মাসে নবরাত্রি এবং দুর্গাপূজা উপলক্ষে কোম্পানি প্রতি মিনিতে একটি করে ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। উৎসবের মরশুমে কোম্পানির সেল চার গুণ বেড়েছে বলে জানানো হয়েছে। Ola Electric আরও জানিয়েছে কোম্পানি ভারতে 1 লক্ষেরও বেশি টেস্ট ড্রাইভের আয়োজন করতে সফল হয়েছে। Vahan এর রিপোর্ট অনুযায়ী কোম্পানি গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে 9,364 ইউনিট ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে। আরও পড়ুন: এই ফোনগুলির দাম কোটি কোটি টাকা, দেখে নিন বিশ্বের সবথেকে দামি ফোনের তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here