Highlights
- Airtel তাদের গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে।
- Airtel এর এই অফার প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের জন্যই প্রযোজ্য।
- Airtel এর 5G পরিষেবা বর্তমানে দেশের 270টি শহরে উপলব্ধ।
Airtel তাদের পোস্টপেইড এবং প্রিপেইড গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা অফার করছে। কোম্পানি ঘোষণা করেছে যে তারা বর্তমানে তাদের বর্তমান প্ল্যানে দেওয়া ডেটা ক্যাপিং সরিয়ে দিচ্ছে। সহজ ভাবে বললে Airtel এর প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন। এই Airtel অফারটি 239 টাকা বা তার বেশি দামের প্ল্যানে পাওয়া যাবে। Airtel 5G ইউজারদের মাসিক প্ল্যানে বর্তমানে কোনো দৈনিক লিমিট নেই। আরও পড়ুন: ইউজারদের জোরদার ধাক্কা দিল Airtel, আগের থেকে ব্যয়বহুল হল কোম্পানির বেস প্ল্যান
Airtel এর প্রিপেইড এবং পোস্টপেইড ইউজারদের আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করার জন্য এটি এক্টিভেট করতে হবে। জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি।
স্টেপ 1: আপনার Android বা iOS ডিভাইসে Airtel অ্যাপ খুলতে হবে।
স্টেপ 2: আপনি যদি অ্যাপটিতে কিছুটা নিচে স্ক্রোল করেন, তাহলে আপনি আনলিমিটেড 5G ডেটার মেসেজ পাবেন। এর পাশাপাশি আপনি এখানে একটি তীর দেখতে পাবেন। আপনাকে এখানে ক্লিক করতে হবে।
স্টেপ 3: ক্লিক করার সাথে সাথে আপনি একটি নতুন পেজে চলে আসবেন এবং নিচে আপনি 0 খরচে 5G ডেটার সম্পর্কে জানতে পারবেন।
স্টেপ 4: পেজটি কিছুটা নিচে স্ক্রোল করলে ক্লেম নাও অপশন দেখতে পাবেন, আপনাকে সেখানে ক্লিক করতে হবে।
এই বিষয়টি খেয়াল রাখতে হবে
এইভাবে আপনি Airtel এর আনলিমিটেড 5G ডেটা অফার আপনার মোবাইল ফোনে এক্টিভ করতে পারবেন। Airtel প্রিপেইড ইউজাররা এই প্ল্যানের সুবিধা পাবেন। এর জন্য তাদের 239 টাকা বা তার বেশি দামের একটি প্ল্যান এক্টিভ করতে হবে। এর সাথে আপনার স্মার্টফোনটিতে 5G সাপোর্ট থাকতে হবে। আপনার এলাকায় 5G পরিষেবা থাকতে হবে অর্থাৎ, যদি আপনার এলাকায় Airtel-এর 4G সিগন্যাল আসে, তাহলে আপনি এই অফারের সুবিধা নিতে পারবেন না। আরও পড়ুন: Dimensity 9000+ এবং 50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tecno Phantom V Fold স্মার্টফোন
Airtel এর 5G পরিষেবা
Airtel এর 5G পরিষেবা Airtel 5G দেশের 270টি শহরে উপলব্ধ। অন্যদিকে Jio 365টি শহরে 5G নেটওয়ার্ক লাইভ করেছে। Jio বলছে যে 2023 সালের মধ্যে কোম্পানি সারা দেশে 5G পরিষেবা চালু করবে। Airtel 2024 সালের মার্চের মধ্যে সারা দেশে 5G পরিষেবা শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে।
Airtel 5G এর স্পিড
আপনার নম্বরে Airtel-এর আনলিমিটেড 5G অফার এক্টিভেট হওয়ার সাথে সাথে আপনাকে সেই বিষয়ে একটি মেসেজ পাঠানো হবে। কোম্পানি এই মেসেজে দাবি করেছে যে আপনি 5G পরিষেবাতে 30 গুণ বেশি স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যদিও 3G নাকি 4G এর তুলনায় 30 গুণ বেশি স্পিড পাওয়া যাবে সেই বিষয়ে কোম্পানির তরফে কিছু জানানো হয়নি। আশা করা হচ্ছে যে কোম্পানি বর্তমান 4G পরিষেবার তুলনায় কোম্পানির 5G-তে 30 গুণ বেশি স্পিড পাওয়ার দাবি করছে। আরও পড়ুন: লো বাজেট iPhone এর লোভে 29 লাখ টাকা খোয়ালেন এক ব্যক্তি, জেনে নিন পুরো ঘটনা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন