পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে চলে এল Samsung Galaxy A51, এতে থাকবে L শেপের কোয়াড ক‍্যামেরা

আমরা গত সপ্তাহে Samsung এর আগামী স্মার্টফোন Galaxy A51 এর ফোটো শেয়ার করেছিলাম। এই ফোটোগুলি ফোনটির ম‍্যানুফ‍্যাকচারিং স্টেজের ছিল, যার ফলে ফোনটির ইন্টারনাল প‍্যানেল দেখা গেছে। ফোনটির ফোটো শেয়ার করার সঙ্গে সঙ্গে আমরা আরও জানিয়েছিলাম যে কোম্পানি তাদের নয়ডায় অবস্থিত ফ‍্যাক্টরীতে Galaxy A51 এর প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি এই ফোনটি বাজারে লঞ্চ করে দেওয়া হবে। এবার Samsung Galaxy A51 এর রেন্ডার ইমেজ প্রকাশ‍্যে চলে এসেছে। টেক ওয়েবসাইট প্রাইস বাবার পক্ষ থেকে শেয়ার করা হয়েছে, এখানে ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলের ফুল ভিউ দেখানো হয়েছে।

আরও পড়ুন : 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ হল 4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরাওয়ালা Vivo Z1x

লুক কেমন হবে?

Samsung Galaxy A51 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে তৈরি দেখানো হয়েছে। এই ফোনটিতে বেজল লেস স্ক্রিন দেওয়া হয়েছে এবং এর ওপর দিকে একদম মাঝ বরাবর ছোট হোল দেওয়া হয়েছে। এই ছোট্ট ছেদের মধ্যে ফোনটির সেলফি ক‍্যামেরা অবস্থিত। রেন্ডার ইমেজে Samsung Galaxy A51 ফোনটির চারদিক সম্পূর্ণ বেজল লেস দেখানো হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে।

Samsung Galaxy A51 ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে দেওয়া হয়েছে। এই সেট‌আপের চারটি লেন্স “L” শেপে অবস্থিত। এতে তিনটি সেন্সর ভার্টিক‍্যাল শেপে এবং চতুর্থ সেন্সরটি একদম নিচের সেন্সরের ডানদিকে অবস্থিত। এই চতুর্থ সেন্সরের ওপর ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। Samsung Galaxy A51 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি এবং নিচের দিকে Samsung এর ব্র‍্যান্ডিং আছে।

আরও পড়ুন : ওড়িশায় দুর্ঘটনা : বিস্ফোরণে মৃত্যু হল ফোন মাথার কাছে রেখে ঘূমন্ত 22 বছর বয়সী যুবকের

Samsung Galaxy A51 এর নিচের প‍্যানেলে মাঝখানে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এই পোর্টের ডানদিকে 3.5 এম‌এম অডিও জ‍্যাক এবং বাঁদিকে স্পীকার গ্ৰিল আছে। Samsung Galaxy A51 এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে। Samsung Galaxy A51 ফোনটি ফোটোয় যথেষ্ট গ্লসি দেখানো হয়েছে, মনে করা হচ্ছে যে ফোনটির উভয় প‍্যানেলে গ্লাস লেয়ার থাকবে।

স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পেশ হ‌ওয়া লিক অনুযায়ী Samsung Galaxy A51 ফোনটিতে 6.5 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। শোনা যাচ্ছে এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হবে এবং এটি ওয়ান ইউআই 2.0 যুক্ত হবে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy A51 এ কোম্পানির নিজস্ব এক্সিনস 9611 চিপসেট দেখা যেতে পারে।

আরও পড়ুন : চলে এল OnePlus 8 এর রিয়েল ফোটো, দেখে নিন কেন এই ফোনটি হতে চলেছে ব্র‍্যান্ডের সবচেয়ে আলাদা এবং অ্যাডভান্স স্মার্টফোন

Samsung Galaxy A51 এর ব‍্যাক প‍্যানেলে দেওয়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের হতে পারে। এর সঙ্গে ফোনের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা থাকবে। Samsung Galaxy A51 ফোনটি 4,000 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here