আপনি যদি মোবাইলে ইন্টারনেট বেশি ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের দৈনিক 1GB বা 1.5GB ডেটা হয়তো কম পরে যায়। তাই আজকে আপনাদের Airtel-এর এমন কিছু প্ল্যান এর কথা বলবো, যেগুলোর সাথে প্রতিদিন 2 GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানগুলিতে শুধুমাত্র ডেটাই নয়, স্ট্রিমিং পরিষেবা, কলিং এবং SMS এর মতো সুবিধাও দেওয়া হয়। তবে কোম্পানির 2GB-এর থেকেও বেশি দৈনিক ডেটার প্ল্যান রয়েছে। আপনি যদি প্রতিদিন 2GB ডেটা সহ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে আপনি কোম্পানির এই 6টি প্রিপেইড প্ল্যান থেকে যে কোন একটি বেছে নিতে পারেন। এই প্ল্যান গুলো সাশ্রয়ী এবং সুবিধাজনক।
2GB দৈনিক ডেটা সহ সেরা এয়ারটেল প্রিপেইড প্ল্যান
Airtel এর 2,999 টাকার রিচার্জ প্ল্যান:
Airtel-এর 2,999 টাকার প্ল্যানটির ভ্যালিডিটি 365 দিন। এই প্ল্যানে প্রতিদিন প্রায় 2GB ডেটা পাওয়া যায়। সেই অনুযায়ী, সম্পূর্ণ এই প্ল্যানে মোট 730GB ডেটা পাওয়া যায়। SMS এর কথা বললে, এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া যায়। ভয়েস কলিংয়ের কথা বললে, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পাওয়া যায়।
Airtel এর 839 টাকার রিচার্জ প্ল্যান:
Airtel-এর 839 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। ডেটার কথা বললে, এই প্ল্যানে 2GB ডেটা পাওয়া যায় অর্থাৎ মোট 168GB ডেটা পাওয়া যায়। SMS এর কথা বললে, এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া যায়। ভয়েস কলিংয়ের কথা বললে, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধার পাশাপাশি, 3 মাসের জন্য ফ্রি তে Disney Plus Hotstar মোবাইল সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
Airtel এর 549 টাকার রিচার্জ প্ল্যান:
Airtel-এর 549 টাকার প্ল্যানে 56 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা অর্থাৎ মোট 112GB ডেটা পাওয়া যাবে। SMS এর কথা বললে, এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও পাওয়া যাচ্ছে।
Airtel এর 499 টাকার রিচার্জ প্ল্যান:
এটি কোম্পানির একটি ক্রিকেট প্যাক যা প্রতিদিন 2GB ডেটার সাথে আসে। এই প্ল্যানে, Disney Plus Hotstar মোবাইল সাবস্ক্রিপশন 1 বছরের জন্য ফ্রি তে পাওয়া যাচ্ছে। এর সাথে এই রিচার্জে আনলিমিটেড ফ্রি কলিং, 100টি SMS এর সুবিধাও দেওয়া হয়েছে। Airtel-এর এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
Airtel এর 359 টাকার রিচার্জ প্ল্যান:
Airtel-এর 359 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায় অর্থাৎ মোট 56GB ডেটা ব্যবহারের জন্য দেওয়া হয়। SMS এর কথা বললে, এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধাও পাওয়া যাচ্ছে।
Airtel এর 319 টাকার রিচার্জ প্ল্যান:
এটি কোম্পানির মাসিক ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান।যেখানে গ্রাহকরা পুরো মাসের ভ্যালিডিটি পান। এই রিচার্জে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন