Airtel নিয়ে এসেছে 2GB ডেটাসহ সস্তা রিচার্জ প্ল্যান, চাপের মুখে Jio

Highlights

রিচার্জ করলে 2 দিনের জন্য পাওয়া যাবে 2GB ডেটা।
ভয়েস কল, SMS বা অন্য কোনো সুবিধা পাওয়া যাবে না।
উপস্থিত প্ল্যানের সঙ্গেই করা যাবে রিচার্জ।

ভারতের টেলিকম সেক্টরে এয়ারটেল চুপিসারে একটি সস্তা রিচার্জ প্ল্যান পেশ করেছে। কোম্পানির এই নতুন প্রিপেইড প্ল্যানের দাম রাখা হয়েছে 35 টাকা। জানিয়ে রাখি কোম্পানি এই প্ল্যানটি সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করেনি। তবে TelecomTalk এর রিপোর্ট থেকে এই প্ল্যানটির কথা জানা গেছে। এটি মূলত একটি ডেটা প্ল্যান এবং এই প্ল্যানে ইন্টারনেট ডেটা ছাড়া অন্য কোনো ধরনের সুবিধা পাওয়া যায় না। আরও পড়ুন: চলে এল Amazon Prime Lite এর সবথেকে লো বাজেট প্ল্যান, জেনে নিন দাম 

রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের অ্যাপে এই প্ল্যানটি ইতিমধ্যে আপডেট করে দিয়েছে। কিন্তু আমরা অ্যাপ চেক করে এই প্ল্যানটি খুঁজে পাইনি। এছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেও এই প্ল্যানের কোনো অস্তিত্ব নেই।

রিপোর্ট অনুযায়ী এয়ারটেলের এই 35 টাকা দামের ডেটা প্ল্যানে কলিং, SMS বা অন্য কোনো সুবিধা পাওয়া যাবে না। কোম্পানির এই ডেটা প্ল্যানের ভ্যালিডিটি 2 দিন এবং ইউজাররা তাদের বর্তমান প্ল্যানের সঙ্গেই এই প্ল্যানটি উপভোগ করতে পারবেন বলে জানা গেছে। এই প্ল্যানে 2GB হাই স্পীড ডেটা পাওয়া যায়। আরও পড়ুন: বর্তমানে সিনেমাহলে এবং OTT তে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন সম্পূর্ণ তালিকা 

প্রতিযোগিতার মুখে জিও

এয়ারটেল যদি সত্যি 35 টাকা দামের এই ধরনের কোনো প্ল্যান পেশ করে তবে জানিয়ে রাখি জিওর কাছে এর থেকে কম দামে একটি প্ল্যান আগে থেকেই রয়েছে। জিওর প্ল্যানটিতে 25 টাকার বিনিময়ে 2GB ডেটা পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এই প্ল্যানটির কোনো ভ্যালিডিটি নেই, বর্তমান প্ল্যান শেষ হওয়ার সঙ্গেই এই প্ল্যান শেষ হয়। এছাড়া এই প্ল্যানের ধার্য ডেটা শেষ হয়ে গেলেও 64Kbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট উপভোগ করা যায়। অর্থাৎ সব দিক থেকে হিসাব করলে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এয়ারটেলের নতুন প্ল্যানটি জিওকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here