যারা একটি ব্যালেন্সড ডেটা, কলিং এবং OTT বেনিফিট কম্বিনেশন সহ রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য Airtel এর 56 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানগুলি সুন্দর অপশন। কোম্পানির এইসব প্ল্যানে ডেইলি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ফ্রি SMS ছাড়াও হ্যালো টিউন, AI টুল সাবস্ক্রিপশন ও OTT অ্যাক্সেসের মতো বিভিন্ন এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এয়ারটেলের এইসব 56 দিনের প্ল্যানগুলির কয়েকটিতে আনলিমিটেড 5G ডেটাও উপভোগ করা যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোম্পানির এইসব প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।
Airtel এর 56 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানের লিস্ট (2025)
| প্ল্যান | ভ্যালিডিটি | বেনিফিট |
| 579 টাকা | 56 দিন | 1.5GB/দিন (মোট 84GB), আনলিমিটেড ভয়েস কল, 100 SMS/দিন, ফ্রি হ্যালো টিউন, Perplexity Pro AI 12 মাস, 5G পাওয়া যায় না |
| 619 টাকা | 60 দিন | 1.5GB/দিন (মোট 84GB), আনলিমিটেড ভয়েস কল, 100 SMS/দিন, ফ্রি হ্যালো টিউন, Perplexity Pro AI 12 মাস, 5G পাওয়া যায় না |
| 649 টাকা | 56 দিন | 2GB/দিন (মোট 112GB), আনলিমিটেড ভয়েস কল, 100 SMS/দিন, ফ্রি হ্যালো টিউন, Perplexity Pro AI 12 মাস, আনলিমিটেড 5G ডেটা |
| 838 টাকা | 56 দিন | 3GB/দিন (মোট 168GB), আনলিমিটেড ভয়েস কল, 100 SMS/দিন, ফ্রি হ্যালো টিউন, Perplexity Pro AI 12 মাস, আনলিমিটেড 5G ডেটা, Amazon Prime Lite (56 দিন), Airtel Xstream Premium (22 OTT অ্যাপ) |
Airtel এর 579 টাকার প্রিপেইড প্ল্যান
Airtel এর 579 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে 56 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা (মোট 84GB), আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল, ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানটিতে 5G ডেটা পাওয়া যায় না। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 16Kbps হয়ে যায়। একইভাবে ডেইলি এসএমএস কোটা শেষ হয়ে গেলে লোকাল এসএমএসের জন্য 1 টাকা এবং এসটিডি এসএমএসের জন্য 1.5 টাকা করে দাম দিতে হবে। এছাড়াও এই প্ল্যানটিতে ফ্রি হ্যালো টিউন এবং 12 মাসের জন্য perplexity pro ai এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।
Airtel এর 619 টাকার প্রিপেইড প্ল্যান
Airtel এর 619 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে 60 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটিতে ডেইলি 1.5GB ডেটা (মোট 84GB), আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল, প্রতিদিন 100 SMS উপভোগ করা যায়। এই প্ল্যানে 5G ডেটা বেনিফিট দেওয়া হয় না। ডেইলি ডেটা লিমিট শেষ হওয়ার পর 16Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়। একইভাবে ডেইলি এসএমএস কোটা শেষ হয়ে গেলে লোকাল এসএমএসের জন্য 1 টাকা এবং এসটিডি এসএমএসের জন্য 1.5 টাকা করে চার্জ করা হয়। এছাড়াও এই প্ল্যানে ফ্রি হ্যালো টিউন এবং 12 মাসের জন্য perplexity pro ai এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।
Airtel এর 649 টাকার প্রিপেইড প্ল্যান
Airtel এর 649 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে 56 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা (মোট 112GB), আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল, ডেইলি 100 SMS দেওয়া হয়। এই প্ল্যানটিতে আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাওয়া যায়। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 64kbps হয়ে যায়। একইভাবে ডেইলি এসএমএস কোটা শেষ হয়ে গেলে লোকাল এসএমএসের জন্য 1 টাকা এবং এসটিডি এসএমএসের জন্য 1.5 টাকা করে দাম দিতে হবে। এছাড়াও এই প্ল্যানটিতে ফ্রি হ্যালো টিউন এবং 12 মাসের জন্য perplexity pro ai এর ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। এতে কোনো OTT অ্যাক্সেস পাওয়া যায় না।
Airtel এর টাকার প্রিপেইড প্ল্যান
Airtel এর 838 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে 56 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটিতে ডেইলি 3GB ডেটা (মোট 168GB), আনলিমিটেড লোকাল, STD ও রোমিং কল, প্রতিদিন 100 SMS উপভোগ করা যায়। এই প্ল্যানটিতে আনলিমিটেড 5G ডেটা বেনিফিট পাওয়া যায়। ডেইলি ডেটা লিমিট শেষ হওয়ার পর 64Kbps স্পীডে ইন্টারনেট ব্যাবহার করা যায়। একইভাবে ডেইলি এসএমএস কোটা শেষ হয়ে গেলে লোকাল এসএমএসের জন্য 1 টাকা এবং এসটিডি এসএমএসের জন্য 1.5 টাকা করে চার্জ করা হয়। এছাড়াও এই প্ল্যানে ফ্রি হ্যালো টিউন এবং 12 মাসের জন্য perplexity pro ai এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে 56 দিনের Amazon Prime lite মেম্বারশিপ এবং Airtel Xstream Premium (22 OTT অ্যাপ) এর সাবস্ক্রিপশন।









