এয়ারটেল নাম্বারে 289 টাকায় পাওয়া যাবে 42 দিন পর্যন্ত আনলিমিটেড কল ও 4জি ডেটা

টেলিকম কোম্পানির মধ্যে যে দৌড় শুরু হয়েছে তাতে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এয়ারটেল আরেকটি নতুন প্ল‍্যান পেশ করেছে। এয়ারটেল 289 টাকার নতুন প্ল‍্যান এনেছে যা আইডিয়ার 295 টাকার প্ল‍্যানকে টক্কর দেয়। এয়ারটেলের এই প্ল‍্যান লম্বা ভ‍্যালিডিটির সঙ্গে 4জি ইন্টারনেট ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেয়।

এয়ারটেল 289 টাকার প্ল‍্যান
এয়ারটেলের লেটেস্ট 289 টাকার প্ল‍্যান প্রিপেইড গ্ৰাহকদের জন্য পেশ করা হয়েছে। এয়ারটেলের এই প্ল‍্যান 42 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে পাওয়া যায়। এয়ারটেলের এই প্ল‍্যানে 42 দিনের জন্য মোট 1 জিবি ডেটা পাওয়া যায়। এই ডেটা 4জির সঙ্গে 2জি ও 3জি স্পীডেও ব‍্যবহার করা যাবে।

এক‌ই ভাবে এয়ারটেল তাদের প্ল‍্যানে 42 দিন পর্যন্ত আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও দিচ্ছে। এই ভয়েস কল রোমিঙেও ব‍্যবহার করা যাবে। এছাড়া কোম্পানি গ্ৰাহকদের প্ল‍্যানের ভ‍্যালিডিটি শেষ হ‌ওয়া পর্যন্ত প্রতিদিন 100টি করে এস‌এম‌এসের সুবিধা দেবে।

আইডিয়ার 295 টাকার প্ল‍্যান
আইডিয়ার 295 টাকার প্ল‍্যানটিও 42 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে পাওয়া যায়। এই প্ল‍্যানে ইউজারদের পুরো ভ‍্যালিডিটির জন্য মোট 5 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। 5 জিবি ডেটা শেষ হ‌ওয়ার পর অতিরিক্ত ডেটার জন্য ইউজারদের দাম মেটাতে হবে। প্ল‍্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে এবং ইউজারদের দিনে 100টি করে এস‌এম‌এস দেওয়া হবে।

দুটি প্ল‍্যানের তুলনা করলে দেখা যাচ্ছে আইডিয়া তাদের ইউজারদের ইন্টারনেট ডেটার দিক থেকে বেশি সুবিধা দিলেও ভয়েস কলের দিক থেকে এয়ারটেল ইউজাররা বেশি সুবিধা পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here