Airtel ইউজ্রাদের জন্য সুখবর! লঞ্চ হল মাত্র 133 টাকা দামের সস্তা প্ল্যান, 180টিরও বেশি দেশে পাওয়া যাবে সুবিধা

এয়ারটেল তাদের আন্তর্জাতিক রোমিং (আইআর) রচার্জ প্ল্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে মাত্র 133 টাকা প্রতিদিন দরের একটি নতুন রোমিং প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল এই প্ল্যানটি 180টিরও বেশি দেশ কভার করে।

যারা বিভিন্ন দেশে যাতায়াত করেন তাদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট উল্লেখযোগ্য হবে। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা ও ইন ফ্লাইট কানেক্টিভিটি পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে।

পাওয়া যাবে এইসব বেনিফিট

  • গত সোমবার (22 এপ্রিল এয়ারটেল তাদের প্রতিদিন 133 টাকা দামের এই নতুন আন্তর্জাতিক রোমিং প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা, ভয়েস কল এবং 24×7 কাস্টোমার কেয়ারের সুবিধা পাওয়া যাবে।
  • এই প্ল্যানে ইন ফ্লাইট কানেক্টিভিটি পাওয়া যায়, অর্থাৎ এই প্ল্যান রিচার্জ করে বিমান যাত্রার সময় কল, ম্যাসেজ বা ইন্টারনেট সার্ভিস উপভোগ করা যাবে।
  • ইউজাররা তাদের গন্তব্যে পৌঁছানোর পর তাদের আন্তর্জাতিক রোমিং অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্ল্যানটি বেশিরভাগ দেশের লোকাল সিমের চেয়ে বেশি সস্তা।
  • ইউজাররা এয়ারটেল থ্যাংকস অ্যাপের মাধ্যমে এই প্ল্যান অটো রিনিউ করতে পারবেন।
  • প্রয়োজন মতো এই প্ল্যান চালু বা বন্ধ করা যাবে অ্যাপের মাধ্যমেই।

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী এয়ারটেলের আন্তর্জাতিক রোমিং প্ল্যানের দাম শুরু হয় 649 টাকা থেকে। এই প্ল্যানে এক দিনের জন্য 500MB ডেটা ও 100 মিনিট ফ্রি ইনকামিং ও আউটগোয়িং কল পাওয়া যায়। এছাড়া 14,999 টাকা দামের প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি সহ 3000 মিনিট কল ও 15GB ডেটা উপভোগ করা যায়।

জানিয়ে রাখি ভারতের বাজারে এয়ারটেলের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী জিও এবং ভোদাফোন আইডিয়ার কাছেও এই ধরনের কিছু আন্তর্জাতিক রোমিং প্ল্যান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here