26 জুন বদলে যাবে স্মার্টফোন জগত, লঞ্চ হবে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন

Oppo এই মাসের শুরুতে টেক জগতে আলোড়ন ঘটিয়ে তাদের নতুন ও আন্ডার ডিসপ্লে সেলফি ক‍্যামেরা টেকনিক পেশ করেছিল। এতদিন ওয়াটারড্রপ নচ, পপ-আপ ও পাঞ্চ-হোল ডিসপ্লেতে সেলফি ক‍্যামেরা দেওয়া হতো, কিন্তু ওপ্পোর এই ফোনের স্ক্রিনের নিচে ক‍্যামেরা থাকবে যা বাইরে চলে দেখা যাবে না। ওপ্পোর পক্ষ থেকে শুধুমাত্র এই টেকনিকের তথ্য দেওয়া হয়েছিল এবং একটি শর্ট ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। কিন্তু এবার এই টেকনিক জনসমক্ষে আসতে চলেছে। 26 জুন ওপ্পোর এই স্মার্টফোন টেক জগতে পেশ করা হবে।

Exclusive : 12,990 টাকা দামে বিক্রি হবে 4,230 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Oppo A5S এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট

ওপ্পো মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি টিজার ইমেজ শেয়ারের মাধ্যমে জানিয়েছে কোম্পানি তাদের Under Display Camera টেকনিক বিশ্বের সামনে আনতে চলেছে। ওপ্পো জানিয়েছে আগামী 26 জুন শাংঘাইতে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 শাংঘাই এক্সিভিশনের মঞ্চে কোম্পানি আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা টেকনিকযুক্ত স্মার্টফোন পেশ করবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এটা জানানো হয়নি যে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা টেকনিকযুক্ত এই ফোনটির নাম কি হবে এবং এই ফোনটি একটি প্রোটোটাইপ ফোন না কি রেডি টু সেল তাও জানা যায়নি।

নতুন টেকনিক
পাঞ্চ হোল ডিসপ্লে ক‍্যামেরা টেকনিকের সবচেয়ে লেটেস্ট টেকনিক। এতে ফোন ডিসপ্লের স্ক্রিনে একটি ছোট ছেদ করে সেই ছেদের মধ্যেই সেলফি ক‍্যামেরা বসানো হয়। কিন্তু ইন ডিসপ্লে সেলফি ক‍্যামেরা টেকনিক এই টেকনিকের অ্যাডভান্স ভার্সন হবে। যেভাবে ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করে ঠিক সেভাবেই কাজ করবে ইন ডিসপ্লে সেলফি ক‍্যামেরা টেকনিক। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতোই এই সেলফি ক‍্যামেরাও ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য থাকে এবং বাইরে থেকে দেখা যায় না।

5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল ইন ডিসপ্লে ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Vivo Z1 Pro

কিভাবে কাজ করবে?
এই টেকনিকযুক্ত আগামী স্মার্টফোনের সেলফি ক‍্যামেরা অদৃশ্য থাকবে। মনে করা হচ্ছে এই ফোনে একটি নয় বরং দুটি ডিসপ্লে থাকবে। ফোন ডিসপ্লের নিচে আরেকটি ডিসপ্লে থাকবে। নিচের ডিসপ্লেতে সেলফি ক‍্যামেরা ফিট করা থাকবে। ক‍্যামেরার সঙ্গে সঙ্গে এই ডিসপ্লেতে লাইট সেন্সর‌ও থাকবে। এই লাইট সেন্সর দুটি ডিসপ্লেতেই কাজ করবে। এই টেকনিক এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সেলফির কম‍্যান্ড দেওয়া মাত্র এই ক‍্যামেরা অ্যাক্টিভ হয়ে উঠে সেলফি তুলবে।

এই সেলফি ক‍্যামেরা ডিসপ্লের নিচে থেকেই কাজ করবে এবং ডিসপ্লের বাইরে থেকে এটি দেখা যাবে না। এই টেকনিক অনেকটাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো। ঠিক যেমন ভাবে এই সেন্সর বাইরে থেকে দেখা যায় না। আঙ্গুল ডিসপ্লেতে টাচ করলে ডিসপ্লের নিচে অবস্থিত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই টাচ রীড করে এবং ফোন আনলক হয়ে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here