Airtel নিয়ে এল দুটি দুর্দান্ত প্ল‍্যান, পাওয়া যাবে 6 জিবি পর্যন্ত ডেটা

টেলিকম সেক্টরে জিওর থেকে এগোনোর জন্য Airtel ও অন‍্যান‍্য কোম্পানির মতো চেষ্টা করে চলেছে। কোম্পানি দীর্ঘদিন ধরে নতুন প্ল‍্যান পেশ করার সঙ্গে সঙ্গে পুরোনো প্ল‍্যানে পরিবর্তন ঘটিয়ে লাভবান হচ্ছে।

BSNL তিনটি প্ল‍্যানে করল পরিবর্তন, পাওয়া যাবে 25 গুণ বেশি ডেটা

এবার কোম্পানি একসাথে দুটি নতুন প্রিপেইড প্ল‍্যান পেশ করল। এই প্ল‍্যানদুটির দাম 48 টাকা ও 98 টাকা। এই প্ল‍্যানদুটি সমস্ত সার্কেলে কার্যকর। অর্থাৎ ভারতের যেকোনো প্রান্ত থেকেই এই প্ল‍্যানদুটি রিচার্জ করা যাবে। যদিও কোম্পানি এখনও পর্যন্ত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্ল‍্যানের উপলব্ধতা সম্পর্কে কোনো তথ্য জানায়নি তবে এই প্ল‍্যান সব থার্ড পার্টি অ্যাপে রিচার্জের জন্য লিস্টেড হয়ে গেছে।

সুবিধা
এই নতুন দুটি প্ল‍্যান‌ই ডেটা প্ল‍্যান। এই প্ল‍্যানের মধ্যে প্রথম প্ল‍্যানে অর্থাৎ 48 টাকার প্ল‍্যানে 28 দিনের জন্য 3 জিবি ডেটা পাওয়া যায়। এবং 98 টাকা দামের Airtel এর প্ল‍্যানে 6 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও 28 দিন। উপরন্তু এই 98 টাকার প্ল‍্যানে প্রতিদিন 10টি এস‌এম‌এস পাওয়া যায়।

এক্সক্লুসিভ : ভারতে আসতে চলেছে ভিভো ইউ সিরিজ, দাম শুরু মাত্র 6,490 টাকা থেকে

এর আগে কোম্পানি 248 টাকা দামের একটি এফ‌আরসি প্ল‍্যান‌ও পেশ করেছিল। এটি একটি এফ‌আরসি প্ল‍্যান, অর্থাৎ প্রথমবার কোনো রিচার্জ করার জন্য ব‍্যবহার করা যাবে। এই প্ল‍্যানে প্রতিদিন 1.4 জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন।

এছাড়াও এই প্ল‍্যানে আনলিমিটেড লোকাল/এসটিডি ও ন‍্যাশানাল রোমিং ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে। এই প্ল‍্যানটি শুধুমাত্র মাই এয়ারটেল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যায়। এছাড়া সিম কার্ড কেনার সময়‌ও এই রিচার্জ করানো যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here