জিওকে টক্কর দিতে এয়ারটেল আনল 248 টাকার প্রিপেইড প্ল‍্যান, 1.4 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে আরও অনেক সুবিধা

টেলিকম সেক্টরে চলা ডেটা লড়াই শেষ হবে বলে মনে হয় না। এই সময়ে টেলিকম কোম্পানি এয়ারটেল 248 টাকার একটি নতুন প্রিপেইড প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানটি সরাসরি জিওর 299 টাকার প্ল‍্যানকে টক্কর দেবে।

লঞ্চের আগে লিক হল রিয়েলমি 3 প্রোর স্পেসিফিকেশন, এতে থাকবে স্ন‍্যাপড্রাগন 710

এটি একটি এফ‌আরসি প্ল‍্যান, অর্থাৎ কোনো নতুন নাম্বারে প্রথম বার রিচার্জ করার জন্য এই প‍্যাকটি রিচার্জ করা যাবে। এর আগে কোম্পানির 229 টাকার প্ল‍্যান মার্কেটে ছিল যা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এক‌ই সঙ্গে কোম্পানি 345 টাকা ও 559 টাকার এফ‌আরসি প্ল‍্যান‌ও তুলে নিয়েছে।

এই প্ল‍্যানে অফার হিসেবে ইউজারদের প্রতিদিন 1.4 জিবি ডেটা দেওয়া হবে। এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন। ডেটা ছাড়াও ইউজারদের আনলিমিটেড লোকাল/এসটিভি ও ন‍্যাশানাল রোমিং ভয়েস কলিঙের সুবিধাও দেওয়া হবে। এর সঙ্গে এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও পাওয়া যাবে।

লঞ্চের আগে লিক হল রিয়েলমি 3 প্রোর স্পেসিফিকেশন, এতে থাকবে স্ন‍্যাপড্রাগন 710

এই প্ল‍্যানটি শুধুমাত্র এয়ারটেল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ‍্যমেই রিচার্জ করা যাবে। এছাড়া সিম কার্ড নেওয়ার সময়‌ও এই রিচার্জ করানো যাবে। আবারও বলে রাখছি এই প্ল‍্যানটি শুধুমাত্র প্রথমবার রিচার্জের জন্য।

এর আগে কোম্পানি 249 টাকার প্ল‍্যান পেশ করেছিল যার ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে মোট 56 জিবি 4জি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। এর সঙ্গে প্রতিদিন 2 জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড লোকাল, ন‍্যাশানাল ও রোমিং কল পাওয়া যায়। এছাড়া প্রতিদিন ইউজারদের 100টি করে ফ্রি এস‌এম‌এস‌ও দেওয়া হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here