ইউজারদের বড় ধাক্কা দিল Airtel, এবার থেকে কমপক্ষে এত টাকার রিচার্জ করতেই হবে

Airtel ইউজাররা কয়েক মাস আগে থেকেই কোম্পানির উপর ক্ষুব্ধ হয়ে রয়েছে। কারণ কোম্পানি কাউকে না জানিয়ে গোপনে প্রি-পেইড ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। আসলে কোম্পানি তাদের সবচেয়ে সস্তা 99 টাকার রিচার্জ প্ল্যানটি বন্ধ করে দিয়েছে।তাই নম্বর চালু রাখতে ইউজারদের 99 টাকার পরিবর্তে 155 টাকার রিচার্জ করতে হচ্ছে। যদিও প্রথমে কোম্পানি শুধুমাত্র দুটি সার্কেলে 99 টাকার রিচার্জ করছিল। তবে এখন এই দুই সার্কেলের সাথে যোগ হয়েছে আরও 6টি সার্কেল। আরও পড়ুন: বিস্তারিত জেনে নিন Airtel-এর সবচেয়ে সস্তা 1GB, 2GB এবং 3GB সম্পর্কে সমস্ত খুঁটিনাটি

এইসব সার্কেলে বেড়েছে লো বাজেট রিচার্জের দাম

যেই 6 টি সার্কেলে Airtel এর সবচেয়ে লো বাজেট রিচার্জের দাম বেড়েছে সেগুলি হল – অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, বিহার, কর্ণাটক, রাজস্থান, উত্তর পূর্ব সার্কেল, হরিয়ানা এবং ওড়িশা। এই সব সার্কেলে ইউজারদের তাদের Airtel নম্বর সক্রিয় রাখার জন্য কমপক্ষে 155 টাকার রিচার্জ করতে হবে।

Airtel এর 155 টাকার রিচার্জ প্ল্যান: Airtel-এর এই প্ল্যানের দাম 155 টাকা, যার ভ্যালিডিটি 24 দিন। এই রিচার্জে মোট 1GB ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে, যা পুরো মাস অর্থাৎ 24 দিন সক্রিয় থাকে। এছাড়াও এই প্ল্যানে মোট 300 টি SMS এর সুবিধা রয়েছে। আরও পড়ুন: 1 ফেব্রুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy S23 সিরিজ, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Airtel এর 99 টাকার রিচার্জ প্ল্যান: Airtel-এর 99 টাকার প্রি-পেইড প্ল্যানে 99 টাকার টক-টাইম দেওয়া হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

বেশ কিছুদিন থেকেই Airtel কোম্পানির প্রি-পেইড প্ল্যানের দাম বাড়তে পারে বলে খবর সামনে আসছিল। কোম্পানি তাদের প্রিপেইড প্ল্যানের গড় আয়ের উপর প্রতি ইউজারের নিরিখে 129 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বাড়াতে পারে। মনে করা হচ্ছে যে এটি 99 টাকার প্ল্যান দিয়ে শুরু করা হয়েছে। Airtel আগামী দিনে তাদের বাকি প্রি-পেইড প্ল্যানগুলির দামও বাড়াতে পারে। আরও পড়ুন: ভারতীয় কোম্পানি আনতে চলেছে PUBG Mobile এবং BGMI এর মতো দুর্দন্ত গেম Indus Battle Royale, দেখে নিন ট্রেলার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here