Airtel নিয়ে এসেছে 149 টাকার নতুন সস্তা প্ল্যান, চাপের মুখে Jio

Highlights

  • এয়ারটেল চুপিসারে 149 টাকা দামের ডেটা প্যাক করেছে।
  • কোম্পানির 149 টাকার প্ল্যানে 1GB ডেটা পাওয়া যায়।
  • এটি একটি ডেটা প্যাক হওয়ার কারণে এই প্ল্যানে ভ্যালিডিটি এবং ফ্রি কলিঙের মতো কোনো বেনিফিট পাওয়া যায় না।

এয়ারটেল ভারতে তাদের ইউজারদের জন্য নতুন একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান পেশ করেছে। কোম্পানির নতুন 149 টাকা দামের প্ল্যানটি একটি ডেটা প্যাক হিসাবে পেশ করা হয়েছে। এই প্ল্যানে ইন্টারনেট ডেটা ছাড়া OTT বেনিফিটও পাওয়া যায়। যেসব এয়ারটেল ইউজাররা সস্তা ডেটা প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য এটি একটি বেস্ট অপশন হবে বলে মনে করা হচ্ছে। নিচে এই নতুন 149 টাকার প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: এই সপ্তাহে ডিজিটাল রিলিজের জন্য প্রস্তুত Lost সহ একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমা, দেখে নিন তালিকা

Airtel এর 149 টাকার প্ল্যান

কোম্পানির নতুন 149 টাকা দামের প্ল্যানে মোট 1GB ডেটা পাওয়া যায়। এটি একটি ডেটা প্যাক হওয়ার কারণে এই প্ল্যানে ভ্যালিডিটি এবং ফ্রি কলিঙের মতো কোনো বেনিফিট পাওয়া যায় না। এই প্যাকের ভ্যালিডিটির জন্য ইউজারদের মেইন প্ল্যানের ভ্যালিডিটির ওপরই নির্ভর করতে হবে।

1GB ডেটা ছাড়াও ইউজারদের এই প্ল্যানের সঙ্গে 30 দিনের জন্য Airtel Xstream Premium এর সাবস্ক্রিপশন দেওয়া হয়। জানিয়ে রাখি Xstream Premium এয়ারটেলেরই একটি এগ্রিগেটেড ওটিটি কন্টেন্ট প্ল্যাটফর্ম যা ইউজারদের একটি অ্যাপের মধ্যেই 15+ ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট উপভোগের সুযোগ করে দেয়। অর্থাৎ ইউজাররা তাদের এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়ামের কন্টেন্ট ট্যাবলেট, স্মার্টফোন বা ডেস্কটপের মাধ্যমে দেখতে পারবেন। আরও পড়ুন: 50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে POCO C55 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

বেসির ডেটার জন্য ভালো 148 টাকার রিচার্জ

যেসব ইউজাররা কম ডেটার সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট উপভোগ করতে চান তাদের জন্য উপরোক্ত প্ল্যানটি বেস্ট। যাদের বেশি ডেটা প্রয়োজন এবং ওটিটি নিতান্তই অপ্রয়োজনীয় তাদের জন্য রয়েছে 148 টাকার ডেটা প্যাক। এই প্ল্যানে 15GB ডেটা পাওয়া যায় এবং এই প্ল্যানটির ভ্যালিডিটি গ্রাহকদের বর্তমান প্ল্যানের সঙ্গেই শেষ হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here