Airtel ইউজারদের জন্য সুখবর, একদম বিনামূল্যে পাওয়া যাবে 5GB ডেটা

দেশের সমস্ত Airtel ইউজারদের জন্য দারুণ সুখবর আছে। এয়ারটেল তাদের গ্রাহকদের 5GB করে ফ্রি ডেটা দিচ্ছে। এই Free Data উপভোগের জন্য ইউজারদের থেকে কোনোরকম চার্জ করা হবে না। এই ফ্রি ডেটা উপভোগের জন্য ইউজারদের Airtel Thanks অ্যাপ ব্যাবহার করতে হবে। চলুন জেনে নেওয়া যাক এই ফ্রি ডেটা ক্লেইম করার জন্য কি করতে হবে।

Airtel Free Data Offer

টেলিকম টকের রিপোর্টের মাধ্যমে Airtel এর এই ফ্রি ডেটা অফার সম্পর্কে জানা গেছে। রিপোর্ট থেকে জানা গেছে যেসব ইউজাররা Airtel Thanks অ্যাপ ডাউনলোড করে নিজের Airtel ফোন নাম্বার ব্যাবহার করে লগইন করবেন তারাই এই 5GB ফ্রি ডেটা পাবেন। জানিয়ে রাখি Airtel Thanks অ্যাপের মাধ্যমে রিচার্জ থেকে পেমেন্ট পর্যন্ত সবই করা যায়।

ডেটা ক্লেইম করার পদ্ধতি

Airtel Thanks অ্যাপের My Coupons সেকশনে গিয়ে ফ্রি ডেটা কুপন ক্লেইম করা যাবে। জানিয়ে রাখি কোম্পানির দেওয়া এই 5GB ডেটা এক সঙ্গে পাওয়া যাবে না। বরং Airtel Thanks অ্যাপে 1GB-1GB করে 5টি কুপন ইউজারদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে যা ইউজাররা নিজেদের সুবিধা মতো ব্যাবহার করতে পারবেন।

প্রিপেইড ইউজাররা পাবেন ফ্রি ডেটা

জানিয়ে রাখি কোম্পানির এই অফার শুধুমাত্র তাদের প্রিপেইড ইউজারদের জন্য কার্যকর। আপনি যদি একজন পোস্টপেইড গ্রাহক হয়ে থাকেন তবে আপনি এই সুবিধা পাবেন না। সেক্সেত্রে এর জন্য আপনাকে একটি নতুন কানেকশন নিতে হবে।

Airtel 5G লঞ্চ ডেট

আপনি যদি Airtel 5G এর জন্য অপেক্ষায় রয়েছেন তবে জানিয়ে রাখি কোম্পানির CEO Gopal Vittal কিছু দিন আগে জানিয়েছিলেন খুব শীঘ্রই দেশে 5G পরিষেবা লঞ্চ করা হতে পারে। এই বছর অর্থাৎ 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে দিল্লি, মুম্বাই, কোলকাতা এবং চেন্নাইয়ের মতো দেশের সবচেয়ে বড় শহরগুলিতে 5G পরিষেবা লঞ্চের পরিকল্পনা চলছে। এরপর কোম্পানি গোটা দেশেই দ্রুত তাদের 5G সার্ভিস চালু করে দেবে। আগামী বছর অর্থাৎ 2023 সাল শেষ হওয়ার আগেই গোটা দেশের প্রত্যেক শহরে 5G পরিষেবা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here