এয়ারটেল এনেছে 168 দিন ভ‍্যালিডিটিসহ একটি নতুন প্ল্যান, গোটা দেশে হবে আনলিমিটেড কল, 10 জিবি ডেটার সঙ্গে পাওয়া যাবে 16,800 এস‌এম‌এস

দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এয়ারটেল কিছু দিন আগে 558 টাকার একটি প্রিপেইড প্ল্যান পেশ করেছে যাতে প্রতিদিন 3 জিবি করে 4জি ডেটা পাওয়া যায়। এই প্ল‍্যানের পর গতকাল কোম্পানি আরেকটি লম্বা ভ‍্যালিডিটির প্ল্যান লঞ্চ করেছে যা কাস্টমারদের অনেক বেনিফিট দেয়। এয়ারটেল 597 টাকার একটি প্ল্যান পেশ করেছে যা 168 দিন ভ‍্যালিডিটির সঙ্গে আসে।

এই 597 টাকার প্ল‍্যানটি একটি প্রিপেইড প্ল্যান। এর ভ‍্যালিডিটি 168 দিন। এই প্ল‍্যানটি একটি ভয়েস প্ল্যান হিসেবে লঞ্চ করা হয়েছে যা লম্বা ভ‍্যালিডিটির সঙ্গে ফ্রি কলের সুবিধা দেয়। এই ভয়েস কল লোকাল এবং এসটিডি উভয় জায়গায় প্রযোজ্য।

এই প্ল্যান রিচার্জ করলে পুরো দেশে।ভয়েস কল ফ্রি থাকবে এবং এই প্ল্যান রোমিঙেও কাজ করবে। ভয়েস কলের সঙ্গে এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে 168 দিন ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে। অর্থাৎ মোট 16,800 ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে। এছাড়া 10 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যাবে সম্পূর্ণ ফ্রি। এই 10 জিবি 4জি ডেটার ভ‍্যালিডিটি 168 দিন।

শোনা যাচ্ছে এয়ারটেলের নতুন 99 টাকার প্ল‍্যানে দ্বিগুণ ইন্টারনেট ডেটা পাওয়া যাচ্ছে। এটি একটি 28 দিনের প্রিপেইড প্ল্যান। আগে প্রতিদিন 1 জিবি করে ডেটা পাওয়া যেত সেখানে এখন প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা পাওয়া যাবে। এই পরিবর্তনের ফলে 28 দিনে মোট 56 জিবি 4জি ডেটা পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here