Airtel ইউজারদের জন্য সুখবর, এই প্ল্যানে 28 নয়, বরং পাওয়া যায় পুরো 1 মাসের ভ্যালিডিটি

Highlights

  • এয়ারটেলের 359 টাকা দামের প্ল্যানে আগে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যেত।
  • এই প্রিপেইড প্ল্যানে মান্থলি ভ্যালিডিটির সঙ্গে ওটিটি বেনিফিটও পাওয়া যায়।
  • এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের Apollo 24|7 Circle এর 3 মাসের সাবস্ক্রিপশন দেওয়া হয়।

এয়ারটেল কয়েক দিন আগেই তাদের ইউজারদের নিরাশ করে বেশ কিছু সার্কেলে তাদের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। এবার কোম্পানি গ্রাহকদের খুশি করার জন্য চুপিসারে তাদের একটি প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। এয়ারটেলের 359 টাকা দামের প্ল্যানে আগে 28 দিন ভ্যালিডিটি পাওয়াযেত, যা এখন বাড়িয়ে পুরো মাস করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া জ্যাক কোম্পানির এই প্ল্যানটির সমস্ত বেনিফিট সম্পর্কে। আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Vivo V27 এবং Vivo V27 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার, বড় ধামাকার জন্য প্রস্তুত Vivo

Airtel এর 359 টাকা দামের প্ল্যান

এই মান্থলি রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2জিবি ডেটাসহ 1 ক্যালেন্ডার মাসের ভ্যালিডিটি পাওয়া যায়। প্ল্যানটিতে লোকাল এবং এসটিডি কলিঙের ক্ষেত্রে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করলে Airtel Xstream অ্যাপের 28 দিনের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়। এর সঙ্গে SonyLiv, LionsgatePlay, ErosNow এবং অন্যান্য পরিষেবা Xstream চ্যানেলে উপভোগ করা যাবে।

ইউজারদের এই প্ল্যানের সঙ্গে অ্যাপোলো 24|7 সার্কেলের 3 মাসের সাবস্ক্রিপশন, ফাস্টট্যাগে 100 টাকার ক্যাশব্যাক, হ্যালো টিউন্স এবং উইঙ্ক মিউজিকের ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়। এই প্ল্যানটি আপডেটের মধ্য দিয়ে কোম্পানির মান্থলি রিচার্জ প্ল্যানের লিস্টে আরও একটি নতুন প্ল্যান যুক্ত হয়ে গেছে। আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং 12GB RAM সহ লঞ্চ হল Samsung Galaxy S23 Ultra 5G স্মার্টফোন, জেনে নিন ফিচার

নোট: ট্রাই অনেক দিন আগেই টেলিকম কোম্পানিগুলিকে কমপক্ষে একটি পুরো এক মাস অর্থাৎ 31 দিনের ভ্যালিডিটিসহ প্ল্যান পেশ করার নির্দেশ দিয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here