আরও 3টি সার্কেলে বেড়ে গেল Airtel-এর লো বাজেট প্ল্যানের দাম, জেনে নিন বিস্তারিত

Highlights

  • Airtel এর এই সিদ্ধান্তের পরে আপনাকে অতিরিক্ত 56 টাকা খরচ করতে হবে।
  • এখন 19 টি সার্কেলে Airtel এর এন্ট্রি লেভেল প্ল্যানের দাম 155 টাকা।
  • এর আগে কোম্পানি হরিয়ানা এবং ওড়িশায় তাদের এই এন্ট্রি লেভেল প্ল্যানগুলি ব্যয়বহুল করেছিল।

Airtel আরও একবার গ্রাহকদের চমকে দিয়েছে। আসলে, কোম্পানি এখন গুজরাট,কলকাতা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সার্কেলে এন্ট্রি লেভেল অর্থাৎ লো বাজেট প্ল্যানগুলিকে ব্যয়বহুল করেছে। আগে এইসব সার্কেলে কোম্পানির এন্ট্রি লেভেল প্ল্যানের দাম ছিল 99 টাকা, যা এখন 155 টাকা হয়ে গেছে। তবে এটাই প্রথমবার নয় যখন কোম্পানির কিছু সার্কেলে তাদের লো বাজেট প্ল্যানগুলি বন্ধ হয়ে গেছে। এর আগে Airtel প্রথমে হরিয়ানা এবং ওড়িশায় তাদের প্রাথমিক পরিকল্পনা ব্যয়বহুল করেছিল। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল POCO X5 5G স্মার্টফোন, Jio এবং Airtel উভয় নেটওয়ার্কেই চলবে ফাস্ট 5G ইন্টারনেট

কমপক্ষে 155 টাকার রিচার্জ করতে হবে

Telecomtalk-এর রিপোর্ট অনুযায়ী এখন মোট 19 টি সার্কেলে Airtel এর এন্ট্রি লেভেল প্ল্যানের দাম 155 টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ, যে প্ল্যানের জন্য আপনাকে আগে 99 টাকা খরচ করতে হয়েছিল, এখন সেই প্ল্যানের জন্য আপনাকে 155 টাকা খরচ করতে হবে। এই পোস্টে আপনাদের এই দুটি প্ল্যানের সম্পর্কে জানানো হল।

  1. Airtel এর 155 টাকার প্ল্যান: Airtel-এর এই প্ল্যানের দাম 155 টাকা, যার ভ্যালিডিটি 24 দিন। এই রিচার্জে মোট 1GB ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে, যা 24 দিন এক্টিভ থাকে। এছাড়াও এই প্ল্যানে মোট 300 টি SMS এর সুবিধা দেওয়া হয়েছে।
  2. Airtel এর 99 টাকার প্ল্যান: Airtel এর 99 টাকার প্রি-পেইড প্ল্যানে 99 টাকার টক-টাইম দেওয়া হত। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 28 দিন।

অনেক দিন ধরেই Airtel এর প্রি-পেইড প্ল্যানের দাম বাড়ানোর কথা সামনে আসছে। কোম্পানি Airtel প্রিপেইড প্ল্যানের গড় রেভেনিউ 129 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বাড়াতে চায়। মনে করা হচ্ছে এটি 99 টাকার প্ল্যান দিয়ে শুরু করা হয়েছে। যদিও এখনও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আরও পড়ুন: মার্চ মাসেই ভারতে লঞ্চ হবে বাজেট ক্যাটাগরির মোবাইল ফোন Infinix Hot 30i, সঙ্গে আসছে Infinix Y1 Plus Neo ল্যাপটপ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here