Jio এর আগে Airtel শুরু করল VoWi-Fi কলিং সার্ভিস, কোনো নেট‌ওয়ার্ক সিগন্যাল ছাড়াই করা যাবে কল

ভারতীয় টেলিকম সেক্টরে নতুন যুগের সূচনা করে ভারতী এয়ারটেল তাদের VoWi-Fi অর্থাৎ ভয়েস ওভার ওয়াইফাই পরিষেবা দিল্লি এনসিআর সার্কেলে অফিসিয়ালি পেশ করে দিয়েছে। কয়েক মাস আগের রিপোর্ট থেকে জানা গেছিল জিও ও বিএস‌এন‌এল এই পরিষেবার টেস্টিং করছে। কিন্তু বর্তমানে এয়ারটেল এক ধাপ এগিয়ে একটি সার্কেলে এই সার্ভিস লঞ্চ করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি অন‍্যান‍্য ইউজারদের জন‍্য‌ও পেশ করে দেওয়া হবে।

আরও পড়ুন : সারপ্রাইজ দিল Vodafone, FUP লিমিট তুলে নিয়ে গোটা দেশে এখন কলিং ফ্রি, সঙ্গে নিয়ে এল আরও তিনটি সস্তা প্ল‍্যান

এয়ারটেল VoWi-Fi পরিষেবা কোম্পানির পক্ষ থেকে Airtel Wi-Fi কলিং নামে পেশ করা হয়েছে। আপাতত এই পরিষেবা চারটি স্মার্টফোন কোম্পানির মোট 24টি হ‍্যান্ডসেটে কার্যকর। এই কোম্পানিগুলি যথাক্রমে অ্যাপেল, ওয়ানপ্লাস, স‍্যামসাং ও শাওমি।

কোন কোন হ‍্যান্ডসেটে পাওয়া যাবে পরিষেবা?

এয়ারটেলের VoWi-Fi কলিং সার্ভিস IOS 13 এ কাজ করা iPhone 6s, iPhone 6s Plus, iPhone 7, iPhone 7 Plus, iPhone SE, iPhone 8, iPhone 8 Plus, iPhone X, iPhobe Xs, iPhone Xs Max, iPhone XR, iPhone 11 ও iPhone 11 Pro তে সাপোর্ট করবে। এছাড়া Samsung এর Galaxy J6, Galaxy On6, Galaxy M30s, Galaxy A10s; Xiaomi এর Poco F1, Redmi K20 ও Redmi K20 Pro এবং OnePlus এর OnePlus 7, OnePlus 7 Pro, OnePlus 7T ও OnePlus 7T Pro তেও এই সার্ভিস সাপোর্ট করবে। যদি আপনার কাছে উল্লিখিত ফোনগুলির মধ্যে কোনো ফোন থেকে থাকে তবে আপনিও এয়ারটেলের VoWi-Fi পরিষেবা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন : ভারতে লঞ্চ হল Vivo V17, এতে আছে চারটি রেয়ার ক‍্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারী

প্রসঙ্গত জানিয়ে রাখি এয়ারটেল তাদের ভয়েস ওভার ওয়াইফাই (VoWi-Fi) কলিং সার্ভিস দেশের অন‍্যান‍্য সার্কেলে টেস্ট করছে। এর থেকেই বোঝা যায় আগামী দিনে দেশের অন‍্যান‍্য সার্কেলের এয়ারটেল গ্ৰাহকরাও এই সার্ভিস উপভোগ করতে পারবেন।

কিভাবে করবেন VoWi-Fi এর সাহায্যে কল?

VoWi-Fi ফিচার ব‍্যবহার করার জন্য সবার আগে আপনার ফোনের কল সেটিংস মেনুতে গিয়ে এই ফিচার অন করতে হবে। এটি Wi-Wi Calling সেটিংসের মধ‍্যেও থাকতে পারে। যদি ফোনে নেটওয়ার্ক না থাকে তাও এই সার্ভিস অ্যাক্টিভেট করা যাবে। এয়ারটেল কী এর জন্য একটি অ্যাক্টিভ ওয়াইফাই নেটওয়ার্ক থাকা দরকার। এটি অনেকটা হোয়াটস‌অ্যাপে, ম‍্যাসেঞ্জার ও ফেসটাইমের মতো করে কাজ করে।

আরও পড়ুন : BSNL তাদের 29 টাকা ও 47 টাকার প্রিপেইড প্ল‍্যানে পরিবর্তন করল, কমল ভ‍্যালিডিটি

VoWi-Fi কি?

VoWi-Fi কথায় মানে ভয়েস ওভার ওয়াইফাই। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে VoLTE সার্ভিস অর্থাৎ ভয়েস ওভার এলটিই সার্ভিস কার্যকর। VoLTE।সার্ভিসের ক্ষেত্রে সিম নেট‌ওয়ার্কে উপস্থিত ইন্টারনেটের সাহায্যে ভয়েস কল করা হয়। এমনকি কল আসার সময় ফোনের ইন্টারনেট স্পীড‌ও কমে না। এক‌ইভাবে VoWi-Fi ভয়েস কল করার জন্য সিম নেটওয়ার্ক ও তার ইন্টারনেটের‌ও প্রয়োজন হয় না। অর্থাৎ ফোনে কোনো নেটওয়ার্ক না থাকলেও কোনো ওয়াইফাই নেট‌ওয়ার্কের সাহায্যে কল করা যায়। এই পদ্ধতিতে ভয়েস কলিং সার্ভিসকে আইপি অ্যাড্রেসের মাধ্যমে ওয়াইফাই নেট‌ওয়ার্কে ডেলিভার করা হয়।

এই বিশেষ টেকনোলজির সাহায্যে উপভোক্তা কোনো মোবাইল নেটওয়ার্ক ছাড়াও কল করতে পারবেন। মফস্বল ও গ্ৰামীণ এলাকার বাসিন্দারা VoWi-Fi পরিষেবায় সবচেয়ে বেশি লাভবান হবেন, বিশেষ করে যেখানে কোনো টেলিকম কোম্পানির টাওয়ার নেই এবং নেটওয়ার্ক কম আসে। এই সার্ভিসে দুর্বল সিগন্যাল থাকলেও হাই কোয়ালিটির কল উপভোগ করা যাবে। এমনকি ইনডোর, আন্ডারগ্ৰাউন্ড ও বেসমেন্ট থেকেও দারুণ কানেক্টিভিটি পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here