ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এয়ারটেল খুব তাড়াতাড়ি তাদের প্ল্যানের দাম বাড়াতে পারে। কয়েক মাস আগে স্বয়ং কোম্পানির চেয়ারম্যান সুনীল মিত্তল এই বিষয়ে আভাস দিয়েছিলেন। এবার একটু নতুন রিপোর্ট থেকে জানা গেছে আগামী বিধানসভা নির্বাচন হয়ে গেলেই এয়ারটেল তাদের গ্রাহকদের থেকে বেশি টাকা চার্জ করবে। অন্যদিকে মুকেশ আম্বানির জিও আবার অন্য রাস্তায় হাঁটতে পারে। এখনও পর্যন্ত কোনো টেলিকম কোম্পানির পক্ষ থেকেই ট্যারিফ হাইক সম্পর্কে কিছু জানানো হয়নি।
ভোট এবং আইপিএলের পর বাড়বে প্ল্যানের দাম
আইপিএল 2024 এর ফলে গোটা দেশে ডেটা খরচ বাড়বে এবং এর ফলে ইউজাররা বেশি ডেটা সহ প্ল্যান কিনতে বাধ্য হবেন বলে মনে করা হচ্ছে। একটি রিপোর্টে বলা হয়েছে আগামী নির্বাচনের পর কোম্পানি তাদের ট্যারিফের দাম বাড়াতে পারে। কোম্পানির ট্যারিফে 15% হাইক দেখা যাবে বলে আশা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এয়ারটেল এই বিষয়ে কোনো ঘোষণা করতে পারে।
অন্য স্ট্র্যাটেজি জিওর
মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী ট্যারিফ বাড়ানোর বদলে জিও বেশি ডেটা ইউজেসের ওপর ফোকাস করছে। এর ফলে ইউজাররা বেশি ডেটা সহ প্যাক কিনবেন। এই স্ট্র্যাটেজির মধ্য দিয়ে জিও প্রত্যেক ইউজারের থেকে বেশি পরিমাণ রেভিনিউ কামাতে পারে। এয়ারটেল তাদের প্ল্যানের দাম বারালে ভারতের টেলিকম সেক্টরে অসামঞ্জস্য সৃষ্টি হতে পারে। কারণ জিও আগের চেয়েও সস্তা প্ল্যান পেশ করতে পারে।
আভাস দিয়েছিলেন সুনীল মিত্তল
কিছু দিন আগের মিডিয়া রিপোর্ট অনুযায়ী একটি ইন্টারভিউতে সুনীল মিত্তল জানিয়েছিলেন ভারতের টেলিকম সেক্ত্রকে মজবুত করতে হলে ট্যারিফের দাম বাড়ানো দরকার। তবে ট্যারিফ হাইক কবে হবে এবং কতটা হবে সেই বিষয়ে কিছু বলা হয়নি। জানিয়ে রাখি এয়ারটেল ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এবং আগামী দিনে রেভিনিউ পার ইউজার বাড়িয়ে 300 কোটি টাকা করা এই কোম্পানির লক্ষ্য। তাই মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এয়ারটেল তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেবে।