শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Alcatel-এর নতুন স্মার্টফোন, প্রকাশ্যে এল টিজার

ভারতের বাজারে Alcatel তাদের আপকামিং ফোনের টিজার পেশ করেছে। তাই স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে তাদের নতুন ফোন লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে এখনও আসন্ন ফোনটির নাম জানানো হয়নি। একইসঙ্গে ফোনের ফিচার সম্পর্কেও জানানো হয়নি, তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জারি হওয়া টিজার থেকে ফোনটির নেক্সট-জেনারেশন ডিজাইন সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Alcatel ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির পক্ষ থেকে জারি হওয়া সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে। এর মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিজাইন সম্পর্কে জানা যায়নি। এর মাধ্যমে ফোনের কার্ভড এজ এবং রিফাইন্ড বডি দেখে আভাস পাওয়া যাচ্ছে। Alcatel তাদের ডিজাইন ভাষায় বড় পরিবর্তন করা হতে পারে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানির পক্ষ থেকে “Precision meets personality. The next chapter of design begins soon.” লেখা হয়েছে। এর সঙ্গে #NXTComing এবং #NewLaunch হ্যাশট্যাগ ব্যাবহার করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে আরও তথ্য শেয়ার করা হবে।

বর্তমানে কোম্পানি এই আপকামিং ফোনটি প্রসেসর, ক্যামেরা বা ডিসপ্লের মতো স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য জানানো হয়নি। তবে শীঘ্রই এই বিষয়ে জানানো হতে পারে।

জানিয়ে রাখি দীর্ঘদিন ধরেই Alcatel কোম্পানি তাদের সস্তা এবং স্টাইলিশ ফোনের জন্য বেশ জনপ্রিয়। এবার কোম্পানি তাদের আসন্ন ফোনটি কেমন ডিজাইন এবং ফিচার সহ লঞ্চ করবে তা দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোম্পানি তাদের আপকামিং ফোনের নাম, ডিজাইন এবং লঞ্চ ডেট সম্পর্কে জানাবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাজারে আসন্ন ফোনটি Realme, Infinix এবং Tecno কম দামের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

যারা আগামী কিছু দিনের মধ্যে সস্তা এবং স্টাইলিশ ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Alcatel এর নতুন ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে Alcatel এর আপকামিং ফোনের ডিজাইন, ফিচার এবং দাম প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জনিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here