ভারতের অন্যতম শপিং সাইট আমাজনে Amazon Great Indian Festival Diwali Special সালে শুরু হয়ে গেছে। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোন, স্মার্টওয়াচ, মনিটর, গেমিং কনসোল, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স প্রভৃতি বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টে দারুণ অফার দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি এই সেলের জন্য আমাজন ICICI Bank, Axis Bank, IDFC First Bank এবং AU Small Finance Bank এর সঙ্গে হাত মিলিয়েছে। এইসব ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও থাকছে নো কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সেলের কয়েকটি সেরা ডিল সম্পর্কে।
Samsung Galaxy M35 5G
Samsung Galaxy M35 5G ফোনে 6.6-ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস+ দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP OIS প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড ও 2MP ম্যাক্রো লেন্স রয়েছে এবং সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করেছে। এই ফোনে স্যামসাঙ ওয়ালেট এবং স্যামসাঙ নক্স সিকিউরিটি ফিচার রয়েছে। এই ফোনে 4 বছর অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
- সেলিং প্রাইস: 19,999 টাকা
- ডিল প্রাইস 12,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
OnePlus 12R
কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সহ OnePlus 12R 5G ফোনটি এই সেলে অত্যন্ত কম দামে কেনা যাবে। এই ফোনে LPDDR5X RAM এবং অ্যাডভান্সড ডুয়েল কুলিং সিস্টেম রয়েছে। এতে ডলবি ভিশন ও 4,500 নিট ব্রাইটনেস সহ 1.5K LTPO Pro XDR ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP Sony IMX890 ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 100W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 42,998 টাকা
- ডিল প্রাইস 34,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
iQOO Z9s Pro 5G
iQOO Z9s Pro 5G ফোনে Snapdragon 7 Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এতে 6.77-ইঞ্চির 120Hz 3D কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এই স্ক্রিন 4,500 নিট পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে 80W FlashCharge সাপোর্টেড 5,500mAh ব্যাটারি রয়েছে। এতে AI Photo Enhance এবং AI Erase এর মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার সহ 50MP Sony AI ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 2 বছর ওএস এবং 3 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
- সেলিং প্রাইস: 24,999 টাকা
- ডিল প্রাইস 19,123 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
realme NARZO 70 Turbo 5G
realme NARZO 70 Turbo 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি 5G চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনের AnTuTu স্কোর 750,000 এবং এতে AI BOOST 2.0 রয়েছে। এতে 6.5-ইঞ্চির FHD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং প্রো-XDR টেকনোলজি রয়েছে। ফোনটির ডিজাইন মোটর স্পোর্টস থেকে অনুপ্রাণিত, যা স্পীড এবং স্টাইলের চিহ্ন। এই ফোনটি বাজারে উপস্থিত ইউনিক ফোনগুলির মধ্যে অন্যতম।
- সেলিং প্রাইস: :16,990 টাকা
- ডিল প্রাইস 15,998 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Samsung 55 inches D Series Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV
Samsung 55 inches D Series Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV তে 50Hz রিফ্রেশ রেট সহ 4K Ultra HD রেজোলিউশন পাওয়া যায়। এতে কিউ সিম্ফনি টেকনোলজি সহ 20W অডিও সিস্টেম রয়েছে। এতে বিক্সবি ভয়েস কন্ট্রোল, ওয়েব ব্রাউজার, স্মার্টথিংস হাব ইন্টিগ্রেশন এবং অ্যাপেল এয়ার প্লে রয়েছে। এই টিভিতে ক্রিস্টাল প্রসেসর 4K এবং ডিসপ্লে HRD, মেগা কন্ট্রাস্ট, ইউএইচডি ডিমিং ও মোশন এক্সেলেরেটর সাপোর্ট করে। এই টিভি অ্যানিনেট+ সাপোর্ট করে।
- সেলিং প্রাইস: 49,990 টাকা
- ডিল প্রাইস 36,990 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Sony WH-1000XM5
Sony WH-1000XM5 হেডফোনে নতুন ইন্টিগ্রেটেড প্রসেসর V1 সহ অসাধারণ সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এতে দীর্ঘ 40 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য ডিজাইন করা এই হেডফোনে 4 বিমফোমিং মাইক্রোফোন, এআই নয়েস ক্যানসেলেশন এবং দুটি প্রসেসর কন্ট্রোলার রয়েছে। কুইক চার্জিং সহ এই ডিভাইসে 3 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যায়। মিউজিক প্লেব্যাক কন্ট্রোল এবং মাল্টি পয়েন্ট কানেকশনের জন্য এতে টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 29,990 টাকা
- ডিল প্রাইস 20,735 টাকা (ব্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট সহ)
Dell Laptop (12th Gen Core i3-1215U, 8GB RAM, 512GB SSD)
এই ডেল ল্যাপটপে 12th Gen intel Core i3-1215U প্রসেসর রয়েছে এবং এতে 8GB DDR4 RAM (16GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল) ও 512GB SSD স্টোরেজ যোগ করা হয়েছে। এই ল্যাপটপ উইন্ডোজ 11 হোমে রান করে এবং এতে এমএস অফিস অ্যান্ড স্টুডেন্ট 2021 দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ 15.6-ইঞ্চির FHD WVA ডিসপ্লে রয়েছে। এই ল্যাপটপে স্ট্যান্ডার্ড কীবোর্ড, মাল্টি কানেক্টিভিটি অপশন, ইউএসবি পোর্ট, এইচডিএমআই ও এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 35,990 টাকা
- ডিল প্রাইস 27,740 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
LG 7kg 5 Star Fully-Automatic Front Load Washing Machine
LG 7kg ফুললি অটোমেটিক ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনে দারুণ ওয়াশ কোয়ালিটির পাশাপাশি এনার্জিও সেভ করে। এই মেশিনে 5-স্টার রেটিং ও ডাইরেক্ট ড্রাইভ টেকনোলজি রয়েছে। একটি 3-4 জন সদস্যের পরিবারের জন্য এই ওয়াশিং মেশিন একটি আদর্শ অপশন। 1,200 RPM স্পীড সহ এতে 10 ওয়াশ প্রোগ্রাম পাওয়া যায়। এতে স্টেইনলেস স্টিল ড্রাম, LED ডিসপ্লে, টাচ প্যানেল, সহজ কন্ট্রোলের জন্য jog dial রয়েছে। এছাড়াও এতে 6 মোশন ডিডি টেকনোলজি, স্টিম ওয়াশ, স্মার্ট ডায়গনস্টিক ও বিল্ট ইন হিটার রয়েছে। এই মেশিনে 2 বছর প্রোডাক্ট এবং 10 বছর মোটর ওয়ারেন্টি পাওয়া যায়।
- সেলিং প্রাইস: 35,958 টাকা
- ডিল প্রাইস 22,990 টাকা (ব্যাঙ্ক ও কুপন ডিসকাউন্ট সহ)
Xiaomi Pad 6
Xiaomi Pad 6 ট্যাবলেটে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 11-ইঞ্চির 2.8K ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 8GB RAM এর সঙ্গে Snapdragon 870 প্রসেসর রয়েছে। এই ট্যাবে ডলবি অ্যাটমস সাপোর্টেড কোয়াড স্পিকারের দৌলতে অসাধারণ সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এতে 8,840mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ট্যাবলেটে সুন্দর লুকের জন্য মেটাল ইউনিবডি ডিজাইন দেওয়া হয়েছে। এতে ফোকাস ফ্রেম সহ 8MP ফ্রন্ট ক্যামেরা এবং 13MP রেয়ার ক্যামেরা রয়েছে।
- সেলিং প্রাইস: 26,999 টাকা
- ডিল প্রাইস 20,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
JBL Bar 9.1 Truly Wireless Soundbar
JBL Bar 9.1 সাউন্ডবারে 9.1 (5.1.4) চ্যানেল সেটআপ সহ দারুণ সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এতে সিনেমেটিক 3ডি সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য ডলবি অ্যাটমস এবং ডিটিএস:এক্স ফিচার রয়েছে। রিয়েল সারাউন্ড সাউন্ডের জন্য এতে দুটি আলাদা রেয়ার স্পিকার এবং 10-ইঞ্চির ডাউন ফায়ারিং ওয়্যারলেস সাবউফার দেওয়া হয়েছে, যার ফলে ডিপ বেস পাওয়া যায়। এই সাউন্ড সিস্টেমে 820W সিস্টেম আউটপুট পাওয়া যায়। এতে এইচডিএমআই এআরসি, ব্লুটুথ, বিল্ৎ ইন ক্রোমকাস্ট এবং এয়ারপ্লে 2 ফিচার দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 74,999 টাকা
- ডিল প্রাইস 63,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)