যারা একটি নতুন স্মার্টওয়াচ কেনার কথা ভাবছেন তাদের জন্য Amazon Republic Day Sale 2025 একটি সুবর্ণ সুযোগ। এই সেলে বিভিন্ন রেঞ্জের ও বিভিন্ন ক্যাটাগরির স্মার্টওয়াচে দারুণ অফার পাওয়া যাচ্ছে। এইসব ওয়াচের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ট্র্যাক করার পাশাপাশি নোটিফিকেশন চেক করা যায়। এই সেলে বিভিন্ন প্রিমিয়াম স্মার্টওয়াচ আগের চেয়ে অনেক কম দামে কেনা যাবে।
এছাড়াও SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট বা EMI ট্রানজংকশন করলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাওয়া যাবে। নিচে এই সেলের কিছু সেরা স্মার্টওয়াচ ডিল সম্পর্কে জানানো হল।