আপনি কি এই উৎসবের মরশুমে নিজের জন্য একটি সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তবে জানিয়ে রাখি এটাই সুবর্ণ সুযোগ, কারণ Amazon Great Indian Festival Finale Days সেল উপলক্ষে বাজেট রেঞ্জের স্মার্টফোন এখন আরও কম দামে পাওয়া যাচ্ছে। আমাজন এই সেলের জন্য ICICI Bank এবং AU Small Finance Bank এর সঙ্গে হাত মিলিয়েছে অর্থাৎ এই ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজংকশন ব্যাবহার করে কোনো প্রোডাক্ট কিনলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক বাজেট ফোনের ডিল সম্পর্কে।
Redmi A2
Redmi A2 একটি বাজেট ক্যাটাগরির স্মার্টফোন এবং আমাজন সেলে এই ফোনের ওপর দারুণ অফার দেওয়া হচ্ছে। এতে 120Hz টাচ স্যাম্পেলিং রেটযুক্ত 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসরে রান করে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 এর ক্লীন ভার্সনে কাজ করে। ফোনটির ব্যাক প্যানেলে এআই ফিচারযুক্ত 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এতে ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে এবং এর সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
- সেলিং প্রাইস: 6,799 টাকা
- ডিল প্রাইস: 5,299 টাকা
realme narzo N53
Realme Narzo N53 ফোনে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.74 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে দারুণ ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল এআই সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি এবং 33 ওয়াট সুপার ভুক চার্জিং টেকনোলজি রয়েছে। এই ফোনটি ইউনিসক টি612 চিপসেটে রান করে। ফোনটির ফেদার গোল্ড ডিজাইনও যথেষ্ট প্রিমিয়াম।
- সেলিং প্রাইস: 8,999 টাকা
- ডিল প্রাইস: 7,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Redmi 12C
Redmi 12C ফোনটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এতে 120Hz টাচ স্যাম্পেলিং রেট সহ 6.71-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। ফোনটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরে রান করে। এই ফোনে আকর্ষণীয় লউক সহ অ্যান্টি স্লিপ ডিজাইন দেওয়া হয়েছে। এতে 50MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 8,499 টাকা
- ডিল প্রাইস: 6,999 টাকা
Samsung Galaxy M04
সস্তা দামের মধ্যে Samsung Galaxy M04 ফোনটিও একটি ভালো অপশন। আমাজন সেলে এই ফোনটি কম দামে বেচা হচ্ছে। এই ফোনে 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এতে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে, যা ফুল চার্জে এক দিনেরও বেশি ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনে 13MP+2MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে প্রসেসিঙের জন্য MediaTek Helio P35 চিপসেট রয়েছে। এই ফোনে 4GB RAM + 64GB স্টোরেজ রয়েছে।
- সেলিং প্রাইস: 8,499 টাকা
- ডিল প্রাইস: 6,499 টাকা
itel P55 5G
কম দামে 5জি কানেক্টিভিটির জন্য এই ফোনের নাম লিস্টের টপে রয়েছে। এটি ভারতের মার্কেটে লঞ্চ হওয়া সবচেয়ে সস্তা এবং লেটেস্ট 5জি স্মার্টফোন। এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেটে রান করে। এতে 90 হার্টস রিফ্রেশরেট যুক্ত 6.6 ইঞ্চির এইচডি+ এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল এআই ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য itel P55 5G ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।
- সেলিং প্রাইস: 9,999 টাকা
- ডিল প্রাইস: 8,249 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
Samsung Galaxy M13
Samsung Galaxy M13 একটি সুন্দর বাজেট স্মার্টফোন। এতে 401PPI সহ 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 50MP+5MP+2MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে Exynos 850 প্রসেসর দেওয়া হয়েছে। এতে Samsung Knox security যোগ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআইতে কাজ করে।
- সেলিং প্রাইস: 10,999 টাকা
- ডিল প্রাইস: 9,199 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
realme narzo N55
Realme Narzo N55 ফোনটি একটি সস্তা দামের স্মার্টফোন। এই ফোনে 680 নিটস পীক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.72-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে প্রোলাইট ইমেজিং টেকনোলজি সহ 64MP AI রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এর ফলে কম লাইটেও এই ফোনে সুন্দর ফটো তোলা যায়। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি MediaTek Helio G88 প্রসেসরে কাজ করে।
- সেলিং প্রাইস: 10,999 টাকা
- ডিল প্রাইস: 8,999 টাকা
realme narzo 50i Prime
Realme Narzo 50i Prime ফোনে 5.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর পীক ব্রাইটনেস 400 নিটস। এই লো বাজেট ফোনটি ইউনিসক টি612 চিপসেটে রান করে। ফটোগ্রাফির জন্য এতে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 7,699 টাকা
- ডিল প্রাইস: 5,549 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
realme C53
বাজেট রেঞ্জে realme C53 ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.74-ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে। এই ফোনে ফটোগ্রাফির জন্য 108MP আলট্রা ক্লিয়ার রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Realme C53 ফোনটি Unisoc T612 চিপসেটে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- সেলিং প্রাইস: 10,150 টাকা
- ডিল প্রাইস: 8,127 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)
TECNO Spark 9
বাজেট রেঞ্জে এটি একটি ফিচার প্যাকড স্মার্টফোন। এই ফোনে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে ফটোগ্রাফির জন্য 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে DTS পাওয়ারড স্পিকার দেওয়া হয়েছে। এই ফোনটি MediaTek Helio G37 প্রসেসরে রান করে। এই ফোনের ডিসপ্লে 180Hz টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
- সেলিং প্রাইস: 7,199 টাকা
- ডিল প্রাইস: 5,249 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)