Amazon Great Indian Festival Finale Days: এইসব প্রোডাক্টে পাওয়া যাচ্ছে অসাধারণ অফার, জেনে নিন বিস্তারিত

আমাজনে এক্সট্রা হ্যাপিনেস ডে সেলের পর এবার Amazon Great Indian Festival Finale Days সেল শুরু হয়েছে। এখনও পর্যন্ত যদি আপনি নিজের পছন্দের জিনিস না কিনে থাকেন তবে এটাই সুবর্ণ সুযোগ। এই সেলে গ্রাহকরা ইলেকট্রনিক্স, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্স, ফ্যাশান প্রভৃতি ক্যাটাগরির প্রোডাক্টে দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। এই সেলের জন্য আমাজন ICICI Bank এবং AU Small Finance Bank এর সঙ্গে হাত মিলিয়েছে। এইসব ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইএমআই ট্রানজংকশনে 10 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্রোডাক্টে পাওয়া যাচ্ছে সবচেয়ে ভালো ছাড়।

Apple iPhone 13

Deal price

লেটেস্ট আইফোন বাজারে আসার পরেও iPhone 13 এখনও পর্যন্ত বেস্ট ফ্ল্যাগশিপ আইফোন। এই ফোনে 6.1-ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লের মাধ্যমে ভাইব্রেন্ট এবং ইমার্সিভ ভিজুয়াল পাওয়া যায়। এতে 12MP ওয়াইড এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই আইফোনে স্মার্ট এইচডিআর 4, সিনেমেটিক মোড, নাইট মোড এবং 4K Dolby Vision HDR রেকর্ডিঙের সুবিধা দেওয়া হয়েছে। এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি A15 Bionic chip এ কাজ করে। একবার ফুল চার্জে iPhone 13 ফোনটি 19 ঘন্টা পর্যন্ত video playback করতে সক্ষম।

  • সেলিং প্রাইস: 59,999 টাকা
  • ডিল প্রাইস: 48,749 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

OnePlus 11R 5G

সেল উপলক্ষে এই ফোনটিও আকর্ষণীয় দামে কেনা যাবে। এই ফোনে 6.7-ইঞ্চির 2772 x 1240 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে রয়েছে। এতে 10-বিট কালার ডেপ্থ এবং HDR10+ সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এই ফোনে কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট যোগ করেছে। এতে 16GB LPDDR5X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ রয়েছে। এই ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50MP Sony IMX890 প্রাইমারি ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

  • সেলিং প্রাইস: 44,999 টাকা
  • ডিল প্রাইস: 42,748 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Redmi 12C

Redmi 12C ফোনটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এতে 120Hz টাচ স্যাম্পেলিং রেট সহ 6.71-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। ফোনটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরে রান করে। এই ফোনে আকর্ষণীয় লউক সহ অ্যান্টি স্লিপ ডিজাইন দেওয়া হয়েছে। এতে 50MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 8,499 টাকা
  • ডিল প্রাইস: 6,999 টাকা

realme narzo 60X 5G

ডেইলি টাস্কের জন্য Realme Narzo 60X 5G ফোনটি একটি সুন্দর অপশন। এতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.72-ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে। এই ফোনে MediaTek Dimensity 6100+ চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 50MP AI ক্যামেরা রয়েছে, যা লো লাইটেও সুন্দর ফটোগ্রাফি করতে সক্ষম।

  • সেলিং প্রাইস: 14,499 টাকা
  • ডিল প্রাইস: 11,249 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

MSI Modern 14

MSI Modern 14 একটি হাই পারফরমেন্স ল্যাপটপ এবং সেলেল এই ল্যাপটপে দারুণ অফার পাওয়া যাচ্ছে। এতে Windows 11 Home প্রি-ইনস্টল পাওয়া যায়। এই ল্যাপটপে 45 শতাংশ NTSC কভারেজ সহ 36CM FHD IPS লেভেল ডিসপ্লে রয়েছে। এতে 16GB DDR4 ডুয়েল চ্যানেল RAM এবং 512GB NVMe PCIe Gen3x4 এসএসডি দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে ইন্টিগ্রেটেড ইনটেল আইরিশ এক্সই রয়েছে, যা গ্রাফিক্স সংক্রান্ত কাজও সহজেই সামলাতে পারে।

  • সেলিং প্রাইস: 57,990 টাকা
  • ডিল প্রাইস: 43,740 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Dell 15 Laptop

ডেইলি টাস্কের জন্য এটি একটি ভালো অপশন। এতে TÜV রীনল্যান্ড এবং ডেল কনফোর্টভিউ এর সঙ্গে 15.6-ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে। এই ল্যাপটপে 11 জেনারেশন ntel Core i5-1135G7 প্রসেসর দেওয়া হয়েছে। সুন্দর ল্যাপটপ এক্সপেরিএন্সের জন্য এই ল্যাপটপে 8GB RAM যোগ করা হয়েছে। ইমার্সিভ অডিওর জন্য এতে রয়েছে 2 স্পিকার। এর লিফ্ট হিঞ্জ টাইপিং সহজ করে তোলে।

  • সেলিং প্রাইস: 54,490 টাকা
  • ডিল প্রাইস: 42,240 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

HP OMEN Gaming Laptop

স্টাইলিশ স্লিক HP OMEN Gaming Laptop একটি অসাধারণ গেমিং ল্যাপটপ অপশন। এতে 100 শতাংশ sRGB, 165Hz রিফ্রেশরেট এবং সুন্দর ব্লু লাইট সার্টিফিকেশন সহ 16.1-ইঞ্চি QHD IPS ডিসপ্লে রয়েছে। ওঁই ল্যাপটপে 8GB NVDA GeForce RTX 3070 Ti Laptop GPU এর সঙ্গে 8-কোর AMD Ryzen 7 6800H প্রসেসর যোগ করা হয়েছে। এতে 16GB DDR5 RAM এবং 1TB PCIe Gen4 NVMe TLC M.2 SSD দেওয়া হয়েছে। এই ল্যাপটপে 83Wh ব্যাটারি রয়েছে, যা একবার ফুল চার্জ করলে 8.45 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়।

  • সেলিং প্রাইস: 1,14,990 টাকা
  • ডিল প্রাইস: 1,04,740 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

ASUS TUF Gaming F15

ASUS TUF Gaming F15 (2023) একটি শক্তিশালী গেমিং ল্যাপটপ। এতে 15.6-ইঞ্চির FHD (144Hz) ডিসপ্লে রয়েছে। এই ল্যাপটপ ইনটেল কোর i7-11800H প্রসেসর রয়েছে এবং এর সঙ্গে ডেডিকেটেড NVIDIA GeForce RTX 3050 Ti 4GB GDDR6 VRAM যোগ করা হয়েছে। এতে 16GB DDR4 3200MHz RAM এবং 512GB PCIe 3.0 NVMe M.2 SSD দেওয়া হয়েছে। এই ল্যাপটপে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে।

  • সেলিং প্রাইস: 80,990 টাকা
  • ডিল প্রাইস: 58,740 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Sony Bravia 65 inches 4K Ultra HD Smart LED Google TV

আমাজন সেলে এই সোনী টিভি আকর্ষণীয় দামে সেল করা হচ্ছে। এই 65 ইঞ্চির টিভিতে X1 4K প্রসেসর রয়েছে। এতে 4K এইচডিআর, লাইভ কালার, 4K X রিয়ালিটি প্রো, মোশন ফ্লো XR100 এর মতো ফিচার রয়েছে। এই টিভিতে 4K প্যানেল ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যায়। এতে সুন্দর বুমিং সাউন্ডের জন্য 20W Baffle Speakers স্পিকার রয়েছে। এতে Dolby Audio যোগ করা হয়েছে। এই টিভি গুগল টিভি প্ল্যাটফর্মে কাজ করে এবং এতে ওয়াচ লিস্ট, ভয়েস সার্চ, গুগল প্লে অ্যাক্সেস ও ক্রোমকাস্ট সাপোর্ট পাওয়া যায়। এছাড়া এই টিভি অ্যাপেল এয়ার প্লে, অ্যাপেল হোম কিট এবং অ্যালেক্সা সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 77,990 টাকা
  • ডিল প্রাইস: 62,990 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Hisense 55 inches 4K Ultra HD Smart Mini LED TV

এই 55-ইঞ্চির টিভিতে সিনেমেটিক ভিউইং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। 1,000 নিটস পীক ব্রাইটনেস সহ এই টিভিতে 32 লোকাল ডিমিং জোন রয়েছে। ভিভিড ভিজুয়ালের জন্য এটিকে 10 বিট সার্টিফাইড করা হয়েছে। এছাড়াও এতে 240Hz রিফ্রেশরেট যোগ করা হয়েছে। গেমিঙের জন্য এতে উল্লেখযোগ্য FreeSync, এবং VRR ফিচার রয়েছে। এই টিভিতে সাব বুফার সহ 49 ওয়াট 2.1-চ্যানেল স্পিকার দেওয়া হয়েছে। এই স্পিকারে ডলবি অ্যাটমস সার্টিফিকেশন রয়েছে।

  • সেলিং প্রাইস: 60,999 টাকা
  • ডিল প্রাইস: 56,749 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here