Amazon Great Indian Festival sale: এইসব স্মার্টফোনে পাওয়া যাচ্ছে সবচেয়ে দুর্দান্ত ডিল, দেখে নিন ডিটেইলস

বর্তমানে শপিং সাইট আমাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলছে। এই সেলে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, মনিটর, স্মার্ট তিভি, স্মার্ট ওয়াচ, টিডব্লিউএস ইয়ারবাডস, গেমিং হেডফোন, ডিএসএলআর এবং মিররলেস ক্যামেরা সহ বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। আওনি যদি এখনও পর্যন্ত নিজের পছন্দের ডিভাইস না কিনে থাকেন তবে চিন্তা করবেন না, কারণ আমাজনের সেল এখনও চলছে। এই পোস্টে জানানো হল এখনও পর্যন্ত কোন কোন ফোনে অফার পাওয়া যাচ্ছে। জানিয়ে রাখি আমাজন সেলে SBI Credit Cards এবং SBI Debit Cards এর মাধ্যমে কেনাকাটা করলে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।

OnePlus 11 5G

OnePlus 11 5G একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে 6.7-ইঞ্চির (120Hz) এমোলেড QHD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন HDR 10+, sRGB এবং 10-bit সাপোর্ট করে। এই ফোনটি সুন্দর পারফরমেন্সের জন্য সুপরিচিত স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে রান করে। এই ফোনে 50MP সোনী IMX890 OIS প্রাইমারি সেন্সর এবং EIS সাপোর্টেড 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দিয়েছে।

  • সেলিং প্রাইস: 61,999 টাকা
  • ডিল প্রাইস: 54,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Redmi A2

Redmi A2 একটি বাজেট ক্যাটাগরির স্মার্টফোন এবং আমাজন সেলে এই ফোনের ওপর দারুণ অফার দেওয়া হচ্ছে। এতে 120Hz টাচ স্যাম্পেলিং রেটযুক্ত 6.52 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসরে রান করে। ফোনটি অ্যান্ড্রয়েড 13 এর ক্লীন ভার্সনে কাজ করে। ফোনটির ব্যাক প্যানেলে এআই ফিচারযুক্ত 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এতে ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে এবং এর সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

  • সেলিং প্রাইস: 6,799 টাকা
  • ডিল প্রাইস: 5,299 টাকা

Samsung Galaxy M04

সস্তা দামের মধ্যে Samsung Galaxy M04 ফোনটিও একটি ভালো অপশন। আমাজন সেলে এই ফোনটি কম দামে বেচা হচ্ছে। এই ফোনে 6.5-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এতে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে, যা ফুল চার্জে এক দিনেরও বেশি ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনে 13MP+2MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে প্রসেসিঙের জন্য MediaTek Helio P35 চিপসেট রয়েছে। এই ফোনে 4GB RAM + 64GB স্টোরেজ রয়েছে।

  • সেলিং প্রাইস: 8,499 টাকা
  • ডিল প্রাইস: 6,499 টাকা

Realme Narzo N53

সুন্দর ডিজাইন, বড় ব্যাটারি সহ Realme Narzo N53 তেও দারুণ অফার পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.74-ইঞ্চির FHD ডিসপ্লে রয়েছে। এই ফোনে 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। এতে 50MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি Unisoc T612 চিপসেটে রান করে।

  • সেলিং প্রাইস: 10,999 টাকা
  • ডিল প্রাইস: 9,499 টাকা (কুপন ডিসকাউন্ট সহ)

Redmi 12C

Redmi 12C ফোনটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এতে 120Hz টাচ স্যাম্পেলিং রেট সহ 6.71-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। ফোনটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসরে রান করে। এই ফোনে আকর্ষণীয় লউক সহ অ্যান্টি স্লিপ ডিজাইন দেওয়া হয়েছে। এতে 50MP AI ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 8,499 টাকা
  • ডিল প্রাইস: 6,999 টাকা

Samsung Galaxy S23 Ultra 5G

স্যামসাঙের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S23 Ultra 5G এর দামেও সেলে অসাধারণ ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.8-ইঞ্চির ডায়নামিক এমোলেড 2X ডিসপ্লে রয়েছে। এতে 200MP হাই রেজলিউশন রেয়ার ক্যামেরা এবং 12MP এআই বুস্টেড নাইট সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেটে রান করে। IP68 রেটিঙের পাশাপাশি এই ফোনে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে।

  • সেলিং প্রাইস: 1,21,999 টাকা
  • ডিল প্রাইস: 1,05,999 টাকা (ব্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট সহ)

Apple iPhone 14

Deal price

Apple iPhone 14 ফোনে 6.1-ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। এতে 12MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 5-কোর জিপিউ এর সঙ্গে A15 Bionic chip এ রান করে। 5জি সাপোর্টের পাশাপাশি এই ফোনে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপও পাওয়া যায়।

  • সেলিং প্রাইস: 69,999 টাকা
  • ডিল প্রাইস: 60,499 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

OnePlus Nord 3 5G

বর্তমান বাজারে উপস্থিত সবচেয়ে ভালো মিড রেঞ্জ ডিভাইসগুলির মধ্যে OnePlus Nord 3 5G অন্যতম। এই ফোনটি MediaTek Dimensity 9000 চিপসেটে রান করে। এতে 6.74-ইঞ্চির (120Hz) এমোলেড FHD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন HDR10+, sRGB এবং 10bit কালার ডেপ্থ সাপোর্ট করে। এই ফোনে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর এবং EIS সাপোর্টেড 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

  • সেলিং প্রাইস: 37,999 টাকা
  • ডিল প্রাইস: 32,749 টাকা (ব্যাঙ্ক এবং কুপন ডিসকাউন্ট সহ)

iQOO Z7s 5G

iQOO Z7s 5G একটি মিড বাজেট ডিভাইস এবং এতে 6.38-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 90Hz রিফ্রেশরেটে কাজ করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 64MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য এই ফোনের ক্যামেরায় আলট্রা স্টেবিলাইজেশন ভিডিও রেকর্ডিং, মাইক্রো মুভি মোড, ডুয়েল ভিউ ভিডিও, ডবল এক্সপোজার, প্রো মোডের মতো বেশ কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরে রান করে। গেমিঙের জন্য এই ফোনে মোশন কন্ট্রোল, আলট্রা গেম মোড এবং এবং 1,200Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেট রয়েছে। এই ফোনে 4,500mAh ব্যাটারি এবং 44W ফ্ল্যাশ চার্জ দেওয়া হয়েছে।

  • সেলিং প্রাইস: 18,999 টাকা
  • ডিল প্রাইস: 14,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Redmi Note 11T 5G

Redmi Note 11T 5G ফোনটি কোম্পানির একটি সস্তা মিড রেঞ্জ স্মার্টফোন। এতে 6.6-ইঞ্চির (90Hz) FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 16MP ফ্রন্ট এবং 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা রয়েছে। ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 810 প্রসেসরে রান করে। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে 33W প্রো ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটি ডুয়েল 5G সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 17,999 টাকা
  • ডিল প্রাইস: 12,999 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here