Amazon Great Republic Day Sale: বাম্পার ডিসকাউন্ট সহ কিনে নিন ক্যামেরা

যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাঁরা সাধারণত স্মার্টফোন ক্যামেরার তুলনায় প্রফেশনাল ক্যামেরাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। যারা এই মুহূর্তে ক্যামেরা কিনতে চাইছেন তাদের জন্য সুখবর। বর্তমানে Amazon Great Republic Day Sale উপলক্ষে ক্যামেরার ওপর আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। এই সেলে DSLR ক্যামেরা, মিররলেস ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা এমনকি সিকিউরিটি ক্যামেরা পর্যন্ত কম দামে কেনা যাবে। এছাড়াও এসবিআই ক্রেডিট কার্ড বা ইএমআই অপশন সিলেক্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। এই পোস্টে আমাজন সেলে ক্যামেরার বেস্ট ডিল সম্পর্কে জানানো হল।

Sony Alpha ZV-E10L Mirrorless Vlog Camera

সুন্দর ব্লগিং ক্যামেরার মধ্যে Sony Alpha ZV-E10L অন্যতম। এই ক্যামেরায় কম্প্যাক্ট ডিজাইন রয়েছে। এতে 24.2MP APSC CMOS হাই রেজোলিউশন ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ও বিল্ট ইন ডায়রেকশনাল 3-ক্যাপসুল মাইক্রোফোন ব্যাবহার করে এই ক্যামেরার মাধ্যমে সুন্দর ভিডিও শুট করা যায়। এছাড়াও এই ক্যামেরায় 4K HDR সাপোর্ট, ফটো ও ভিডিওর জন্য রিয়েল টাইম আই AF এবং রিয়েল টাইম ট্র্যাকিং সাপোর্ট করে। বোকে সুইচ, স্টিল/মুভি এস অ্যান্ড কিউ বাটন এবং ইউএসবি স্ট্রিমিং ব্যাবহার করা যায়। এতে ভ্যারি অ্যাঙ্গেল এলসিডি রয়েছে। যার ফলে শুট করা শট সহজে নেভিগেট করা যায়।

  • সেলিং প্রাইস: 61,490 টাকা
  • ডিল প্রাইস: 57,998 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

CP PLUS 3 MP Full HD Smart Wi-fi CCTV

CP PLUS Smart Wi-fi CCTV ক্যামেরায় 3MP সেন্সর রয়েছে যা 1296p রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এই ক্যামেরা অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। এই ক্যামেরার ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য এতে 360-ডিগ্রী প্যান এবং 85-ডিগ্রী টিল্ট পাওয়া যায়। এটি সহজেই ইনস্টল করা যায়। ভিডিও স্টোর করার জন্য এতে 128জিবি পর্যন্ত এসডি কার্ড স্লট ব্যাবহার করা যায়। AI মোশন ডিটেক্টর এর সিকিউরিটি ক্ষমতা আরও বাড়িয়ে তোলে এবং EzyKam+ মোবাইল অ্যাপ ব্যাবহার করে 4 স্প্লিট লাইভ ভিউ ও EzyKam+ ওয়েব ক্লায়েন্টের মাধ্যমে 9 স্প্লিট লাইভ ভিউ দেখা যায়।

  • সেলিং প্রাইস: 1,899 টাকা
  • ডিল প্রাইস: 1,299 টাকা

TP-Link Tapo C210 Smart Wi-Fi Security Camera

আমাজন সেলে এই ওয়াইফাই সিকিউরিটি ক্যামেরার দামে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। এতে 3MP রেজোলিউশন, 360-ডিগ্রী ভার্টিক্যাল রেঞ্জ ও 114-ডিগ্রী হরাইজন্টাল রেঞ্জ পাওয়া যায়। এছাড়াও এতে টু ওয়ে অডিও সাপোর্ট এবং মোশন ডিটেক্টর পাওয়া যায়। এটে অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায়। এই ক্যামেরার নাইট ভিশন মোড 30 ফীট পর্যন্ত দূরত্ব কভার করতে পারে। এতে 256GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 2,399 টাকা
  • ডিল প্রাইস: 2,099 টাকা

GoPro HERO10 Action Camera

যারা অ্যাকশন ক্যামেরা পছন্দ করেন তাদের জন্য আমাজনে GoPro HERO10 অ্যাকশন ক্যামেরা যথেষ্ট কম দামে বেচা হচ্ছে। এই ক্যামেরা বিভিন্ন পরিস্থিতিতে হাই ফ্রেম রেট এবং হাই রেজলিউশ্নে ভিডিও ক্যাপচার করতে সক্ষম। এই ক্যামেরা 23MP ফটো এবং 60fps রেটে 5.3K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ক্রিয়েটিভ ভিডিওর জন্য এই ক্যামেরা 2.7K 8x স্লো মোঃ রেকর্ড করতে পারে। এতে ওয়াটার প্রুফ রেটিং রয়েছে এবং এটি জলের ভেতর 33 ফীট পর্যন্ত গভীরতায় সমানভাবে কাজ করতে পারে। হাইপার স্মুথ 4.0 টেকনোলজি বিভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে ফুটেজের কোয়ালিটি বাড়িয়ে সুন্দর স্টেবিলাইজেশন দিতে পারে। GoPro HERO10 ক্যামেরা 30+ ডিভাইস সাপোর্ট করে।

  • সেলিং প্রাইস: 27,490 টাকা
  • ডিল প্রাইস: 24,490 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

MI Xiaomi Wireless Home Security Camera 2i

MI Xiaomi Home Security Camera 2i ফুল এইচডি রেকর্ডিং, নাইট ভিশন, 360-ডিগ্রী ভিউ সাপোর্ট করে। এতে এআই মোশন ডিটেক্টর ফিচার রয়েছে। এই ক্যামেরায় অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায়। এছাড়াও এতে টু ওয়ে কমিউনিকেশন ফিচার রয়েছে।

  • সেলিং প্রাইস: 2,799 টাকা
  • ডিল প্রাইস: 2,299 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

insta360 X3 Action Camera

insta360 X3 Action Camera তে বড় 1/2 ইঞ্চির সেন্সর রয়েছে যা সুন্দর ডিটেইলস সহ ফটো ও ভিডিও ক্যাপচার করতে সাহায্য করে। এটি আশেপাশের সমস্ত কিছু রেকর্ড করার জন্য 5.7K 360-ডিগ্রী সাপোর্ট করে। Insta360 অ্যাপ এআই পাওয়ার্ড রিফ্রেমিং টুল সাপোর্ট করে। এই ক্যামেরা 72MP স্টিল এবং সিঙ্গেল লেন্স ব্যাবহার করে 4K ভিডিও রেকর্ড করতে পারে।

  • সেলিং প্রাইস: 45,999 টাকা
  • ডিল প্রাইস: 37,990 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

GoPro HERO12

বর্তমান আমাজন সেলে GoPro HERO12 এর দামে আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। এই ক্যামেরা 5.3K এবং 4K রেটে HDR ভিডিও রেকর্ড করতে পারে। কম আলোতেও এই ক্যামেরা ভালো শট ক্যাপচার করতে পারে। এই ক্যামেরা ব্যাবহার করে রেকর্ড করা ভিডিও থেকে 27MP ফটো বের করা যায়। এতে 1,720mAh ব্যাটারি রয়েছে। HERO12 একটি হাইপারভিউ GoPro-এক্সক্লুসিভ লেন্স পেশ করেছে যা 8:7 ফুটেজকে ওয়াইড অ্যাঙ্গেল 16:9 শটে পরিবর্তন করতে সক্ষম।

  • সেলিং প্রাইস: 44,990 টাকা
  • ডিল প্রাইস: 34,989 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

70mai Pro Plus+ A500S Dual Channel Car Dash Cam

70mai Pro Plus+ A500S একটি হাই কোয়ালিটি Dual Channel Car Dash Cam, এর সাহায্যে একইসঙ্গে গারিরি সামনের এবং পেছনের ভিডিও রেকর্ড করা যায়। Sony IMX335 5MP সেন্সর এবং ডুয়েল কোর প্রসেসর ব্যাবহার করে এই ক্যামেরা 1944p ফ্রন্ট ও 1080p রেয়ার রেজোলিউশন সহ ভিডিও রেকর্ড করতে পারে। এতে 3D-DNR, WDR এবং নাইট ভিশন ফিচার রয়েছে। রুট ট্র্যাকিঙের জন্য এতে বিল্ট ইন জিপিএস এবং অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট রয়েছে। বিল্ট ইন জি সেন্সর আপতকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ফুটেজ সেভ করে রাখে। এতে পার্কিং মনিটরিং সিস্টেমও রয়েছে।

  • সেলিং প্রাইস: 11,499 টাকা
  • ডিল প্রাইস: 9,399 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Panasonic LUMIX G7 16.00 MP 4K Mirrorless Interchangeable Lens Camera Kit with 14-42 mm Lens

Panasonic LUMIX G7 16.00 MP 4K Mirrorless Camera তে মাইক্রো ফোর থার্ড সেন্সর রয়েছে যা হাই ডায়নামিক রেঞ্জ এবং আর্টিফেক্ট ফ্রি ইমেজ ক্যাপচার করতে সাহায্য করে। এটি 4K QHD ভিডিও রেকর্ডিং, 25p রেটে ক্যাপচার এবং 50p রেটে FHD ভিডিও তুলতে সক্ষম। এতে 30FPS রেটে 8MP ফটো বার্স্ট মোড রয়েছে যা একই ফ্রেম রেটে রেকর্ড করা 4K ভিডিও থেকে ফটো বের করতে সাহায্য করে। এতে ইউজার ফ্রেন্ডলি কন্ট্রোল, হাই রেজোলিউশন ভিউফাইন্ডার, এলসিডি ডিসপ্লে রয়েছে। কানেক্টিভিটি হিসাবে এই ক্যামেরায় 3.5 এমএম মাইক পোর্ট, 2.5 এমএম রিমোট পোর্ট, ইউএসবি 2.0 এবং মাইক্রো HDMI টাইপ ডি রয়েছে।

  • সেলিং প্রাইস: 42,489 টাকা
  • ডিল প্রাইস: 36,900 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

Trueview 4G Sim 4MP Solar Powered CCTV Security Camera

এই ক্যামেরা কৃষি, দূরের এলাকা ও কনস্ট্রাকশন সাইট পাহারা দেওয়ার জন্য একটি আদ্রশ অপশন। এই সোলার পাওয়ার্ড সিকিউরিটি ক্যামেরা 350-ডিগ্রী ভার্টিক্যাল এবং 90-হরাইজন্টাল কভারেজ দিতে সক্ষম। টু ওয়ে কমিউনিকেশনের জন্য এতে মাইক ও স্পিকার রয়েছে। এতে 18,000mAh ব্যাটারি এবং 7W সোলার প্যানেল রয়েছে যার ফলে চব্বিশ ঘন্টা পাহারা দেওয়া যায়। এতে 256GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায় এবং এটি 4G কানেক্টিভিটি সাপোর্ট করে। এছাড়াও এই ক্যামেরা এরিয়া মোশন ডিটেকশন, হিউম্যানয়েড ডিটেকশন এবং পুশ্ন অ্যালার্ম ফিচার রয়েছে।

  • সেলিং প্রাইস: 9,499 টাকা
  • ডিল প্রাইস: 6,900 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here