Amazon Great Republic Day Sale: এইসব হেডফোনে পাওয়া যাচ্ছে দারুণ অফার, জেনে নিন দাম

ভালো হেডফোনে সুন্দর সাউন্ড কোয়ালিটির পাশাপাশি দারুণ মিউজিক উপভোগ করা যায়। বর্তমানে আমাজনে সেল উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের আলাদা আলাদা হেডফোনে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। এছাড়াও এসবিআই ক্রেডিট কার্ড বা ইএমআই অপশন সিলেক্ট করলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক কিছু সেরা হেডফোন ডিল সম্পর্কে।

Sony WH-1000XM5

Sony WH-1000XM5 হেডফোনে নতুন ইন্টিগ্রেটেড প্রসেসর V1 সহ অসাধারণ সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এতে দীর্ঘ 40 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য ডিজাইন করা এই হেডফোনে 4 বিমফোমিং মাইক্রোফোন, এআই নয়েস ক্যানসেলেশন এবং দুটি প্রসেসর কন্ট্রোলার রয়েছে। কুইক চার্জিং সহ এই ডিভাইসে 3 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যায়। মিউজিক প্লেব্যাক কন্ট্রোল এবং মাল্টি পয়েন্ট কানেকশনের জন্য এতে টাচ কন্ট্রোল দেওয়া হয়েছে।

  • সেল প্রাইস: 29,990 টাকা
  • ডিল প্রাইস: 22,489 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Bose New QuietComfort

নামের মতোই Bose New QuietComfort হেডফোন ব্যাবহার করা যথেষ্ট আরামদায়ক। এতে কুশন এবং নরম প্যাডিং সহ ব্যান্ড রয়েছে। এতে নয়েস ক্যানসেলেশন সহ ইমার্সিভ অডিওফাইল সাউন্ড পাওয়া যায়। এই হেডফোনে Quiet এবং Aware মোড রয়েছে। এর ফলে বাইরের আওয়াজ বন্ধ করে সুন্দর মিউজিক এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই হেডফোন একবার চার্জ করলে 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি পাওয়া যায় এবং মাত্র 15 মিনিটের কুইক চার্জে 2.5 ঘন্টা প্লেব্যাক পাওয়া যায়।

  • সেল প্রাইস: 27,900 টাকা
  • ডিল প্রাইস: 27,899 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Sony WH-CH520

বাজেটের মধ্যে কোয়ালিটি হেডফোন গুলির মধ্যে Sony WH-CH520 একটি যথেষ্ট ভালো অপশন। এতে DSEE ফিচার সহ সুন্দর অডিও পাওয়া যায়। একবার ফুল চার্জ করলে এতে 50 ঘন্টা প্লেব্যাক পাওয়া যায়। সোনী হেডফোন কানেক্ট অ্যাপ ব্যাবহার করে ইকিউ এর মাধ্যমে মিউজিক পারসোনালাইজ রা যায়। এই হেডফোন যথেষ্ট হালকা ফলে সারা দিন ধরে পড়ে থাকলেও কোনো অসুবিধা নেই। মাল্টি পয়েন্ট কানেকশন, ফাস্ট পেয়ার সাপোর্ট এবং কল হ্যান্ডেলিং এর জন্য বিল্ট ইন মাইক রয়েছে।

  • সেল প্রাইস: 4,890 টাকা
  • ডিল প্রাইস: 3,989 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Sennheiser HD 350BT

Sennheiser HD 350BT একটি বাজেট হেডফোন যা সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। একবার ফুল চার্জ করলে এতে 30 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এই ডিভাইস হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এতে সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যাবহার করার জন্য ডেডিকেটেড বাটন সহ সুন্দর কন্ট্রোল রয়েছে। এতে USB-C ফাস্ট চার্জিং ও ব্লুটুথ 5.0 দেওয়া হয়েছে। AAC এবং AptX লো লেটেন্সি ফিচারের দৌলতে এতে প্রিমিয়াম মিউজিক পাওয়া যায়।

  • সেল প্রাইস: 7,490 টাকা
  • ডিল প্রাইস: 5,000 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Sony WH-1000XM4

Sony WH-1000XM5 দামই মনে হলে Sony WH-1000XM4 একটি সুন্দর অপশন। আমাজন সেলে এই হেডফোন দারুণ অফারে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এতে অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন পাওয়া যায়। এতে সুন্দর সাউন্ড কন্ট্রোলের সঙ্গে সঙ্গে বিল্ট ইন অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি রয়েছে। এছাড়া স্পিক টু চ্যাট, বিয়ারিং ডিটেকশন এবং কুইক অ্যাটেনশন মোড দেওয়া হয়েছে। এই হেডফোনে ফুল চার্জে 30 ঘন্টা প্লেটাইম এবং 10 মিনিট চার্জ করে 5 ঘন্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যায়।

  • সেল প্রাইস: 22,990 টাকা
  • ডিল প্রাইস: 16,489 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

boAt Rockerz 450R

boAt Rockerz 450R হালকা এবং সুন্দর ডিজাইনের হেডফোন। ইমার্সিভ সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য এতে 40 এমএম ডায়নামিক ড্রাইভার রয়েছে। একবার ফুল চার্জে এতে 15 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যায়। সহজে মিউজিক কন্ট্রোল করার জন্য এতে কন্ট্রোলার দেওয়া হয়েছে। হেডফোন জ্যাক ব্যাবহার করে এটি ওয়্যারলেস এবং ওয়্যারর্ড উভয় পদ্ধতিতে ব্যাবহার করা যায়।

  • সেল প্রাইস: 1,998 টাকা
  • ডিল প্রাইস: 1,958 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

JBL Tune 510BT

JBL Tune 510BT 32 এমএম ডায়নামিক ড্রাইভার রয়েছে। একবার ফুল চার্জ করে এতে 40 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যায়। মাত্র 5 মিনিট চার্জ করে এই হেডফোনে 2 ঘন্টা প্লেব্যাক পাওয়া যায়। এর মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ডুয়েল পেয়ার ব্যাবহার করা যায়। এই হেডফোনের ইয়ারকাপে বাটন কন্ট্রোলার রয়েছে, যার সাহায্যে মিউজিক প্লেব্যাক মানেজ এবং কল অপারেট করা যায়। এটি ব্লুটুথ 5.0 টেকনোলজিতে কাজ করে।

  • সেল প্রাইস: 2,899 টাকা
  • ডিল প্রাইস: 2,698 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Hammer Bash 2.0

Hammer Bash 2.0 একটি সুন্দর ওভার দা ইয়ার হেডফোন। ফুল চার্জে এতে 8 ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়। এতে ব্লুটুথ 5.0 রয়েছে যা ফাস্ট এবং স্টেবল কানেকশন দিতে সক্ষম। মিউজিক প্লেব্যাক কন্ট্রোল করার জন্য এই হেডফোনে ইয়ারকাপে বাটন রয়েছে। সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য এতে 40 এমএম ড্রাইভার রয়েছে। এছাড়াও এতে সুপার সফট কুশন রয়েছে যা দীর্ঘ সময় পর্যন্ত হেডফোন ব্যাবহার আরামদায়ক করে।

  • সেল প্রাইস: 2,099 টাকা
  • ডিল প্রাইস: 1,899 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Sennheiser Professional Audio HD 25

সেলে Sennheiser Professional Audio HD 25 হেডফোনে অসাধারণ অফার পাওয়া যাচ্ছে। এতে সফট হেডব্যান্ড এবং ফোল্ডিং ইয়ারকাপ যোগ করা হয়েছে যার ফলে এই হেডফোন অনেক সময় ধরে ব্যাবহার করা যায়। এটি প্রফেশনাল মনিটরিং হেডফোন হিসাবে ডিজাইন করা হয়েছে। এতে হালকা অ্যালুমিনিয়াম ভয়েস কয়েল ব্যাবহার করা হয়েছে।

  • সেল প্রাইস: 10,249 টাকা
  • ডিল প্রাইস: 8,490 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

Skullcandy Crusher

এই হেডফোন একবার ফুল চার্জ করলে 50 ঘন্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়। এতে ইউজার স্লাইডার ব্যাবহার করে বেস অ্যাডজাস্ট করতে পারেন। এই হেডফোনে চারটি মাইক্রোফোন রয়েছে। অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন ফিচারের মাধ্যমে এতে সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়। এছাড়া মাল্টি পয়েন্ট পেয়ারিং ফিচার ব্যাবহার করে এক সঙ্গে বেশ কয়েকটি ডিভাইস কানেক্ট করা যায়।

  • সেল প্রাইস: 22,999 টাকা
  • ডিল প্রাইস: 19,999 টাকা (ব্যাঙ্ক অফার সহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here