এই উৎসবের মরশুমে আমাজন ইন্ডিয়ায় বিভিন্ন প্রোডাক্টে অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের পর এবার আমাজনে দীপাবলি উপলক্ষে Amazon Happiness Upgrade Days Sale এর সূচনা করা হয়েছে। আজ অর্থাৎ 4 অক্টোবর থেকে আমাজন হ্যাপিনেস আপগ্রেড ডেজ সেল শুরু হয়েছে। এই সেলে বিভিন্ন ক্যাটাগরির একাধিক প্রোডাক্টে অভাবনীয় অফার দেওয়া হচ্ছে। এই পোস্টে সেল উপলক্ষে জারি করা কয়েকটি সেরা ডিল সম্পর্কে আলোচনা করা হল। এছাড়া Happiness Upgrade Days Sale এর জন্য আমাজন সিটি ব্যাঙ্ক, ওয়ান কার্ড, অ্যারবিএল ব্যাঙ্ক ও রুপের সঙ্গে পার্টনারশিপ করেছে। এইসব কার্ড ব্যাবহার করে পেমেন্ট করলে ইউজারদের 10 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। চলুন দেখে নেওয়া যাক Amazon Happiness Upgrade Days Sale এর কিছু সেরা ডিল।
Amazon Happiness Upgrade Days Sale : স্মার্টফোন ডিল
Amazon Happiness Upgrade Days Sale উপলক্ষে বিভিন্ন স্মার্টফোনে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই নতুন স্মার্টফোন কেনার জন্য এমন সুবর্ণ সুযোগ অ্যার আসবে না। আপাতত আমাজনে স্মার্টফোনের ওপর 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। সেলে Xiaomi, iQOO, realme ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের ফোনে অফার পাওয়া যাচ্ছে। এই সেল চলাকালীন বাজেট 5G স্মার্টফোন realme narzo 50 5G সস্তায় কেনা যাবে। এর সঙ্গে ফিচার প্যাক অলরাউন্ডার iQOO 9 5G ফোনটিও কম দামে পাওয়া যাচ্ছে।
এই সেলে Xiaomi 12 Pro 5G ফোনটি ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ সস্তায় কেনার সুযোগ রয়েছে। জানিয়ে রাখি সাধারণত শাওমির এই ফোনটি 62,999 টাকা দামে সেল করা হয়।
Amazon Happiness Upgrade Days Sale : ল্যাপটপ ডিল
Amazon Happiness Upgrade Days Sale উপলক্ষে ল্যাপটপের ওপরেও দারুণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আমাজন এই উৎসবের মরশুমে ল্যাপটপের দামে 75 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। সেলে 11th Gen Intel Core i3-1115G4-এর ক্ষমতাসম্পন্ন HP 15s ল্যাপটপটি 39,999 টাকা দামে কেনা যাবে, যা সাধারণত 42,999 টাকা দামে বেচা হয়। এর সঙ্গে 12th Gen Intel Core i5 HP ল্যাপটপ আমাজন সেলে 55,999 টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে জার আসল দাম 57,999 টাকা।
Amazon Happiness Upgrade Days Sale : হেডফোন ডিল
Amazon Happiness Upgrade Days Sale চলাকালীন সোনী, বোট ো অন্যান্য কোম্পানির ইয়ারফোনে 75 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। boAt Airdopes 141 TWS ইয়ারবাডস আপাতত মাত্র 949 টাকার বিনিময়ে কেনা যাবে। সাধারণত বোটের এই ইয়ারবাডস 1,499 টাকা দামে সেল করা হয়। এছাড়া 24,990 টাকা দামের Sony WH-1000XM4 হেডফোন বর্তমানে 17,990 টাকার বিনিময়ে কেনা যাবে।
Amazon Happiness Upgrade Days Sale : ওয়্যারেবল ডিল
আমাজনে বর্তমান Happiness Upgrade Days Sale উপলক্ষে ফিটনেস ট্র্যাকার ও স্মার্ট ওয়াচের ওপর 75 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই সেলে 1st Gen Apple Watch SE ওয়াচটি 30,900 টাকা দামে বিক্রি করা হচ্ছে, কোনো সেল ছাড়া এর দাম 35,100 টাকা। এর সঙ্গে অ্যাফোর্ডেবল boAt Wave Call Smart Watch সেলে 1,799 টাকা দামে বেচা হচ্ছে।
Amazon Happiness Upgrade Days Sale : ট্যাবলেট ডিল
আপনি যদি এন্টারটেনমেন্টের জন্য একটি পোর্টেবল ডিভাইস কেনার কথা ভাবছেন তবে জানিয়ে রাখি Amazon Happiness Upgrade Days Sale উপলক্ষে ট্যাবলেটের ওপর অসাধারণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই সেলে Mi Pad 5 (128GB স্টোরেজ ভেরিয়েন্ট) 24,999 টাকা দামে কেনা যাবে। কোনো সেল ছাড়া এই ট্যাবলেটের দাম 26,999 টাকা থাকে। এছাড়া সেলে amsung Galaxy Tab A8 ট্যাবলেটটি 16,999 টাকার বদলে মাত্র 13,999 টাকার বিনিময়ে বেচা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন