Amazon Prime Day Sale 2022 : Amazon এ অফার ই অফার! এই দিন থেকে শুরু হচ্ছে সেল, জেনে নিন ডিটেইলস

Amazon Prime Day Sale 2022 এর ঘোষণা করা হয়েছে। কোম্পানির এই সেল 23শে জুলাই থেকে শুরু হতে চলেছে যা 24শে জুলাই শেষ হবে৷ এই দুই দিনের সেল এ প্রচুর অফার থাকবে। Amazon Prime Day Sale বিশেষভাবে অ্যামাজন প্রাইম মেম্বারদের জন্য যারা এই দুইদিন অনেক অর্থ সাশ্রয় করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই সেলটি ভারতে অ্যামাজনের ছয় বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে এবং এর জন্য কোম্পানি জোরদার প্রস্তুতি নিয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী সেল চলাকালীন অ্যামাজন প্ল্যাটফর্মে 30,000 টিরও বেশি প্রোডাক্ট লঞ্চ করা হবে, যার মধ্যে মোবাইল, ল্যাপটপ, এসি, টিভি, স্মার্টওয়াচ, ট্যাবলেট, পাওয়ার ব্যাংক এবং ওয়াশিং মেশিন সহ অনেক প্রোডাক্ট পাওয়া যাবে। যার মধ্যে Samsung, Apple, OnePlus, Realme, ব্র্যান্ড যেমন HP, Lenovo, Boat, Nice, Hitachi, Dell এবং Whirlpool অন্তর্ভুক্ত থাকবে। শুধু তাই নয়, বিপুল ডিসকাউন্ট ছাড়া এই সব প্রোডাক্ট কিনলে আপনারা ব্যাঙ্কের অফারও পাবেন।

এবার এত কিছু জানার পর আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন উঠছে, যেমন এই সেল এ কারা সুবিধা পাবে , কী কী অফার থাকবে ইত্যাদি। এই পোস্টে আপনাদের সেটাই জানাবো।

এই দিন থেকে শুরু হবে Amazon Prime Day Sale

Amazon Prime Day Sale 2022, 23 জুলাই রাত 12 থেকে শুরু হবে এবং 24 জুলাই রাত 11:59 পর্যন্ত চলবে। অর্থাৎ, আপনি পুরো দুই দিন এই সেল এর সুবিধা নিতে পারবেন।

অ্যামাজন প্রাইম ডে সেল কাদের জন্য?

আপনাদের জানিয়ে রাখি যে এই সেল শুধুমাত্র সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা অ্যামাজন প্রাইমে সাবস্ক্রাইব করেছেন। আপনার যদি প্রাইম মেম্বারশিপ না থাকে তাহলে আপনি 23শে জুলাই 2022 থেকে শুরু হওয়া এই সেল এ অংশগ্রহণ করতে পারবেন না।

Amazon Prime Day Sale 2022 এ কী কী সুবিধা থাকবে?

(amazon prime day sale offers) এই সেলের মধ্যে আপনি বেশিরভাগ প্রোডাক্ট দারুণ ডিসকাউন্ট সহ পাবেন। এর সাথে কোম্পানিটি দ্রুত ডেলিভারি, ফ্রি ডেলিভারি, ব্যাংক অফার সহ আরও কিছু আকর্ষণীয় ডিল দিচ্ছে। এই সেল এ আপনারা মোবাইল, ল্যাপটপ, টিভি এবং স্পিকার ছাড়াও অ্যাপস, গেমস, মুভি এবং মিউজিক সহ বই তেও অফার পাবেন।

কেমন ধরনের ব্যাংক অফার পাওয়া যাবে?

ব্যাঙ্ক অফারের কথা বললে, আপনি এতে ICICI ব্যাঙ্ক এবং SBI কার্ডগুলিতে 10 শতাংশ ডিসকাউন্ট পাবেন এবং কোম্পানি এতে Amazon Pay ব্যালেন্স ও দেবে।

Amazon Prime সাবস্ক্রিপশনের চার্জ

Amazon Prime সাবস্ক্রিপশনের জন্য কোম্পানির তিন ধরনের প্ল্যান রয়েছে। মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক। মাসিক প্ল্যানের চার্জ 179 টাকা। ত্রৈমাসিক প্ল্যানের চার্জ 459 টাকা। আর বার্ষিক প্ল্যানের চার্জ 1,499 টাকা।

Amazon Prime মেম্বারশিপের সুবিধা

এত কিছু জানার পর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে প্রাইম মেম্বারশিপের সুবিধা কী? এটা কি শুধুমাত্র একটি সেলের জন্য নেওয়া হবে নাকি ভবিষ্যতেও কাজে লাগবে। আপনাদের জানিয়ে রাখি যে প্রাইম সাবস্ক্রিপশনে আপনি অ্যামাজনে যে কোনও সেল এ প্রাইম অ্যাক্সেস পাবেন। অর্থাৎ আপনি যেকোনো সাধারণ ইউজারের থেকে আগে ডিল গুলো পাবেন। এর সাথে Prime Video এর অ্যাক্সেস পাবেন যা আপনি মোবাইল এবং টিভিতে দেখতে পারবেন। এছাড়াও এতে প্রাইম মিউজিক ছাড়াও প্রাইম এক্সক্লুসিভ ডিলও পাওয়া যাচ্ছে। কোম্পানি প্রাইম মেম্বারদের জন্য নির্বাচিত পিনকোডগুলিতে এক দিনে ফ্রি ডেলিভারি, 1 দিনের ডেলিভারি এবং 2 দিনের ডেলিভারি প্রদান করে থাকে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here