সুখবর! কমে গেল Amazon Prime Lite এর দাম, জেনে নিন নতুন দাম এবং বেনিফিট

এই বছরের শুরুতে Amazon কম দামের Amazon Prime Lite মেম্বারশিপ চালু করেছিল। এই মেম্বারশিপ নিলে ইউজারদের প্রায় Amazon Prime মেম্বারশিপের মতোই বেনিফিট পাওয়া যায়। এখন খুশির খবর হল এই লাইট মেম্বারশিপের দাম আগের চেয়ে আরও কমিয়ে দেওয়া হয়েছে। এখন 999 টাকার বদলে মাত্র 799 টাকার বিনিময়ে Amazon Prime Lite মেম্বারশিপ পাওয়া যাবে।

দাম কমানো ছাড়া কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানের বেনিফিটের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে।

Amazon Prime Lite-এর বেনিফিট

  • Amazon Prime Lite মেম্বারদের দুই দিনের মধ্যে ফ্রি ডেলিভারি ও স্ট্যান্ডার্ড ডেলিভারি করা হবে এবং এর জন্য আলাদা করে কোনো দাম দিতে হবে না ও অর্ডারের কোনো মিনিমাম লিমিট নেই। এতে ফ্রি নো রাশ শিপিং এবং 25 টাকার ক্যাশব্যাকও পাওয়া যাবে। এছাড়া কমপক্ষে 175 টাকার আইটেমে স্কালে ডেলিভারির অপশন পাওয়া যাবে।
  • যেসব সদস্যদের কাছে আমাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড রয়েছে তাঁরা এই শপিং সাইটে কেনাকাটা করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন।
  • তবে এক্ষেত্রে গিফট কার্ড এবং ডিজিটাল কার্ড ব্যাবহার করা যাবে না।
  • আমাজন প্রাইমের মতোই লাইট মেম্বাররাও প্রাইম ভিডিও অ্যাক্সেস করতে পারবেন। এক্ষেত্রে আমাজন প্রাইম ভিডিওতে উপস্থিত যে কোনো কন্টেন্ট এইচডিতে এবং দুটি ডিভাইসে বিজ্ঞাপন সহ উপভোগ করা যাবে।
  • Amazon Prime Lite মেম্বাররা লাইটনিং ডিল, এক্সক্লুসিভ লাইটনিং ডিল এবং কোনো দিনের ডিল সম্পর্কে আর্লি অ্যাক্সেস পেয়ে থাকেন।

আমাজন লাইট প্রাইম এবং আমাজন প্রাইমের পার্থক্য?

প্রাইমের তুলনায় লাইট যেমন দামে কম তেমনই কিছু বেনিফিটও কম পাওয়া যায়। যেমন লাইট ইউজাররা এক দিনে ডেলিভারি, কেনার দিনে ডেলিভারি, প্রাইম রিডিং ক্যাটালগ, প্রাইম মিউজিক ও অ্যাড ফ্রি প্রাইম ভিডিও উপভোগ করতে পারবেন না। এছাড়া ‘প্রাইম বেনিফিট’ যেমন নো কস্ট ইএমআই এবং ছয় মাসের মধ্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধাও লাইট ইউজারদের দেওয়া হয় না। আমাজন প্রাইম ইউজারদের ফ্রি ইন-গেম কন্টেন্ট এবং আমাজন ফ্যামিলি অফার দেওয়া হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here