মার্চ-এপ্রিল নাগাদ লঞ্চ হতে পারে Apple এর সস্তা 5G iPhone

বিশ্বের অন‍্যতম টেক ব্র‍্যান্ড Apple বর্তমানে তাদের অ্যাফোর্ডেবল iPhone এর ওপর কাজ করছে। কোম্পানি খুব তাড়াতাড়ি মার্কেটে iPhone SE এর তৃতীয় প্রজম্মের মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির এই iPhone SE স্মার্টফোন লঞ্চের আগেই অনলাইনে এর ডিটেইলস লিক হয়ে গেছে। এবার একটি নতুন রিপোর্টে Apple iPhone SE সম্পর্কে বলা হয়েছে এই বছর মার্চ অথবা এপ্রিল মাসে কোম্পানির আয়োজিত Apple event এ এই ফোন লঞ্চ করা হতে পারে। এর আগের লিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল আপকামিং iPhone SE 3 ফোনটি 5G কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হবে।

Bloomberg এর রিপোর্ট অনুযায়ী Apple এই বছর মার্চ অথবা এপ্রিল মাসে তাদের প্রথম মেজর ইভেন্ট আয়োজন করতে পারে। এই ইভেন্টটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হ‌ওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। রিপোর্টে বলা হয়েছে এই ইভেন্টের মঞ্চেই iPhone SE ফোনটি লঞ্চ করা হতে পারে। এর আগের বছরগুলিতে চোখ রাখলে দেখা যায় কোম্পানি সাধারণত মার্চ বা এপ্রিল মাসে নতুন প্রোডাক্ট পেশ করে থাকে।

iPhone SE 2022

আগের লিক রিপোর্ট অনুযায়ী iPhone SE 2022 ফোনটির ডিজাইন আগের মডেলের মতোই হবে, তবে এই নতুন ফোনটির স্পেসিফিকেশন আগের চেয়ে অ্যাডভান্স হবে। উল্লেখ্য ফোনটি দেখতে অনেকটা iPhone 8 এর মতো হবে। আপকামিং iPhone SE 3 ফোনটিতে 4.7-ইঞ্চির Retina HD LCD ডিসপ্লে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড হোম বাটন থাকতে পারে। রিপোর্ট থেকে জানা গেছে এটি অ্যাপেলের শেষ LCD ডিসপ্লে প‍্যানেল ও হোম বাটনযুক্ত আইফোন হতে চলেছে।

iPhone SE 3 ফোনটি Apple A15 চিপসেটে রান করবে। এছাড়া এই ফোনে 3GB র‍্যাম দেওয়া হতে পারে। ফোনটির প্লাস ভেরিয়েন্টে 4GB থাকবে বলে শোনা যাচ্ছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 12 মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর যোগ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here