শুরু হল Apple Diwali Sale, iPhone 16 ফোনে পাওয়া যাবে দারুণ ছাড় এবং iPhone 15 ফোনের সঙ্গে Beat Solo Buds Free Gift

ভারতে Apple Diwali Sale 2024 শুরু হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে বেশ কিছু iPhones এর উপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অ্যাপেল দীপাবলি সেল চলাকালীন আইফোন নো কোস্ট ইএমআই এর মাধ্যমে কেনা যাবে। বিশেষত্ব হল কোম্পানির পক্ষ থেকে আইফোন কিনলে বিনামূল্যে ইয়ারবার্ডস দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই Apple Diwali Sale 2024 ডিটেইলস সম্পর্কে।

iPhones এর অফার

ডিসকাউন্ট

আইফোন মডেল ডিসকাউন্ট
iPhone 16 Pro Max ₹5000
iPhone 16 Pro ₹5000
iPhone 16 Plus ₹5000
iPhone 16 ₹5000
iPhone 14 Plus ₹3000
iPhone 14 ₹3000
iPhone SE ₹2000

 

উপরোক্ত লিস্ট অনুযায়ী Apple তাদের সম্প্রতি লঞ্চ হওয়া শক্তিশালী আইফোন 16 সিরিজ 5,000 টাকা ডিসকাউন্ট সহ সেল করছে। অ্যাপেল দীপাবলি সেল চলাকালীন আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স স্মার্টফোনগুলি 5,000 টাকা কম দামে সেল করা হচ্ছে।

একইভাবে অ্যাপেল আইফোন 14 এবং আইফোন 14 প্লাস ফোনগুলি Apple Diwali Sale চলাকালীন 3,000 টাকা কম দামে সেল করা হতে পারে। এই সেলে কোম্পানির আইফোন এসই মডেল 2 হাজার টাকা ডিসকাউন্ট সহ বিক্রি করা হচ্ছে। এই ডিসকাউন্ট অফারগুলি American Express, Axis Bank বা ICICI Bank কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

ফ্রি গিফট

আইফোন 16 সিরিজ লঞ্চ হওয়ার পরও বেশির ভাগ মানুষ আইফোন 15 সিরিজ কেনার কথা ভাবছেন। কোম্পানির পক্ষ থেকে সেইসব ইউজারদের জন্য এই সেল জারি করা হয়েছে।

যেসব ইউজারা কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে iPhone 15 সিরিজের স্মার্টফোন কিনবেন, তাঁরা বিনামূল্যে Beat Solo Buds পেয়ে যাবেন।

নো কোস্ট ইএমআই

যেসব ইউজারা নতুন আইফোন কিনতে চাইছেন কিন্তু একবারে সম্পূর্ণ পেমেন্ট করতে চাইছেন না, কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য No Cost EMI অপশন পেশ করেছে। Apple Diwali Sale এর মাধ্যমে ইউজাররা তাদের আইফোন 12 মাসের সহজ কিস্তিতে কিনতে পারবেন এবং অতিরিক্ত ইন্টারেস্ট দিতে লাগবে না।

এক্সচেঞ্জ অফার

কোম্পানি তাদের Apple Diwali Sale 2024 সেল চলাকালীন নতুন আইফোন সিরিজ দুর্দান্ত ডিসকাউন্ট সহ বিক্রি করছে। যেসব ইউজাররা পুরনো আইফোন বিক্রি করে নতুন আইফোন কিনতে চাইছেন, কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য ভালো ভ্যালিইউ অফার করা হচ্ছে। Apple Trade-In অপশনের মাধ্যমে আইফোন ইউজার তাদের পুরনো মডেল ভালো দামে বিক্রি করতে পারবেন। অ্যাপেলের বক্তব্য অনুযায়ী পুরনো ফোনে 67,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালিইউ পাওয়া যাবে। তবে এই অফার ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।

এন্টারটেইনমেন্ট

অ্যাপেল ওয়েবসাইটের উপরোক্ত আইফোনগুলি কিনলে 3 মাসের Apple Music free সাবস্ক্রিপশন পাওয়া যাবে। একইসঙ্গে আইফোন ইউজাররা বিনামূল্যে Apple TV+ সাবস্ক্রিপশন পাওয়া যাবে এবং এটি 3 মাস পর্যন্ত ফ্রিতে চলবে। যেসব ইউজাররা গেমিং পছন্দ করেন তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে 3 মাস পর্যন্ত Apple Arcade free অ্যাপ দেওয়া হবে।

Apple Diwali Sale 2024

Apple Watch এর অফার

Apple Watch Ultra : স্টাইলিশ এবং অ্যাডভান্স ফিচারযুক্ত অ্যাপেল ওয়াচ আলট্রা তে 6,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

Apple Watch Series 10 : কোম্পানির দীপাবলি সেল চলাকালীন অ্যাপেল ওয়াচ সিরিজ 10 এ 4,000 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।

Apple Watch SE : অ্যাপেল ওয়াচ এসএই তে 2,000 টাকা ক্যাশব্যাক সহ কেনা যাবে।

iPads এর অফার

iPad Pro : কোম্পানির দীপাবলি সেল চলাকালীন 11-ইঞ্চির এবং 13-ইঞ্চির আইপ্যাড প্রো মডেলে 6,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।

iPad Air : 11-ইঞ্চির এবং 13-ইঞ্চির আইপ্যাড এয়ার মডেলে 4,000 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।

iPad Mini : কোম্পানির পক্ষ থেকে অ্যাপেল আইপ্যাড মিনি তে 3,000 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।

10th-Generation iPad : অ্যাপেল দীপাবলি সেলে 10 জেনারেশন আইপ্যাড 2,500 টাকা ক্যাশব্যাক সহ সেল করা হবে।

Mac এর অফার

MacBook Air (M2) : কোম্পানির দীপাবলি সেল চলাকালীন 13-ইঞ্চির ডিসপ্লে সাইজ সহ এম2 চিপ বেস্ট ম্যাকবুক এয়ার 8,000 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে।

MacBook Air (M3) : এম3 চিপ সহ ম্যাকবুক এয়ার এর 13-ইঞ্চি এবং 15-ইঞ্চি মডেলে মোট 10,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে।

MacBook Pro : 14-ইঞ্চির এবং 16-ইঞ্চির ম্যাকবুক প্রো তে 10,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

Mac Studio : ভিডিও এডিটিঙের জন্য জনপ্রিয় অ্যাপেল ম্যাক স্টুডিও তে 10 হাজার টাকা ক্যাশব্যাক সহ সেল করা হতে পারে।

iMac : অ্যাপেল দীপাবলি সেল চলাকালীন 24-ইঞ্চির আইম্যাক এ 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

Mac Mini : কোম্পানির পক্ষ থেকে মিনি তে 4,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে।

AirPods এর অফার

AirPods Max : সেল চলাকালীন এয়ারপডস ম্যাক্স এ 4,000 টাকা ক্যাশব্যাক সহ সেল করা হতে পারে।

AirPods Pro : এই সেলে এয়ারপডসে 2,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

AirPods 4 : কোম্পানির দীপাবলি সেল চলাকালীন এয়ারপডস 4 এ 1,500 টাকা ক্যাশব্যাক সহ সেল করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here