16,000 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে Apple iPhone 11, এটাই কেনার সুবর্ণ সুযোগ, iphone 12 mini তেও ভারি ডিসকাউন্ট

Apple কোম্পানি সেইসব ব্রান্ডে বিখ্যাত যার মোবাইল ফোন সেকেন্ড হ‍্যান্ড হ‌ওয়ার পরেও চাহিদায় থাকে। নতুন আইফোন কেনার লোকের যেমন অভাব নেই তেমনই পুরোনো আইফোন কম দামে পাওয়া যায় তাহলে তা কেনার লোকের লাইন‌ও লম্বা হয়। এভাবেই অ্যাপেল ফ‍্যানদের জন্য কোম্পানি একটি বিশেষ সুযোগ নিয়ে এসেছে Apple iPhone 11 এ সরাসরি 13,000 টাকার ডিসকাউন্ট এর সাথে কেনা যাবে। আইফোন 11 কম দাম আর বেশি বেনিফিট এর সাথে কেনার এই সুযোগ হোলি অফার এর সাথে অ্যাপেল আইফোন কেনার এটি সুবর্ণ সুযোগ।

iPhone 11 কেনার এই সুবর্ণ ডিসকাউন্ট অফার এপ্পেল প্রিমিয়াম রিসেলার ইমেজিন দ্বারা জারি করেছে। এই হোলি স্পেশাল অফারে অ্যাপেল আইফোন 11 কেনার সময় 13,000 টাকার বেনিফিট পাওয়া যাবে। এই অফারে 54,900 টাকা দামের Apple iPhone 11 মোবাইল 41,900 টাকা দামে পাওয়া যাবে। কোম্পানির তরফ থেকে এই স্কিম সিমিত সময়ের জন্য জারি করেছে যার মধ্যে ব‍্যাঙ্ক অফারের লাভ 27 মার্চ পর্যন্ত পাওয়া যাবে। এই অফার বেনিফিট iphone 12 mini আর iphone 12 এও পাওয়া যাচ্ছে যার ফলে এইসব অ্যাপেল ফোনগুলির দাম যথাক্রমে 48,900 আর 65,900 টাকা পযর্ন্ত হয়ে যায়।

অফার ডিটেইলস বললে Apple iPhone 11 কেনার সময় এইচডি‌এফসি ব‍্যাঙ্ক কার্ডের ব‍্যবহার করলে 5,000 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।এভাবেই ইজিইএম‌আই অপশন পছন্দ করলে 5,000 টাকার ক‍্যাশ‍ব‍্যাক পাওয়া যাচ্ছে। আবার আইফোন 11 কেনার সময় কোম্পানির তরফ থেকে গ্রাহকরা 8,000 টাকার এক্সট্রা বেনিফিট পাবে যার মধ্যে কোম্পানির এক্সেসিরিজ ফ্রি দেওয়া হবে। আবার সেই গ্রাহকরাই আইফোন 11 কেনার সময় কোনো পুরোনো আইফোন দেয় তাহলে তারা 3,000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস ও পাবেন। তার মানে Apple iPhone 11 এ 16,000 টাকা পর্যন্ত লাভ পাওয়া যাবে।

Apple iPhone 11

এই ফোনে আপনি 6.1 ইঞ্চির নচ স্ক্রিন পাবেন। কোম্পানি একে 828×1792 এইচডি+ পিক্সেল রেজিউলেশনের সাথে পেশ করা হয়েছে। ফোনে 19.5:9 আস্পেক্ট রেশিও এর স্ক্রিন দেওয়া হয়েছে। স্ক্রিনটি স্ক‍্যাচপ্রুফ আর প্রত‍্যেকবার এর মতো এই বার‌ও অলিওফোবিক কোটিং এর ব‍্যবহার করা হয়েছে। আইওএস 13 অপারেটিং আধারিত এই ফোনে 7 নেনোমিটার ফ‍্যাব্রিকেশন এর Apple A13 Bionic চিপসেটের ব‍্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি পুরোনো চিপসেটের মোকাবিলায় এটি অনেকটাই উন্নত। আইফোন 11 এ 4 জিবি এর র‍্যাম মেমরি দেওয়া আছে।

ক‍্যামেরা এর কথা বললে এই ফোনে ডুয়াল রিয়ার ক‍্যামেরা দেখা যাবে। এর প্রধান সেন্সর 12 এমপি এর আর এটি এফ/1.8 অ্যাপার্চার এর সাথে আসে। আবার অন‍্য সেন্সর ও 12 এমপি এর‌ই দেওয়া আছে। যা আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করে আর এটি এফ/2.4 অ্যাপার্চার এর সাথে আসে। সেল্ফি এর জন্য এই ফোনে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে। আবার ভালোদিক হল এইবার ফ্রন্ট ক‍্যামেরা তেও স্লোমোশান ভিডিও রেকোর্ডিং করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here