3 জিবি র‍্যাম ও 3,450 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এলজির সস্তা স্মার্টফোন LG W10 Alpha

টেক কোম্পানি LG গত বছর ভারতে তাদের স্ট্র‍্যাটেজি পরিবর্তন করে নতুন ‘LG W’ সিরিজের সূচনা করে। সিরিজটি লঞ্চের সময় কোম্পানি এক সঙ্গে LG W10, LG W30 ও LG W30 Pro ফোন তিনটি পেশ করা হয়েছিল। এলজির পক্ষ থেকে এই ফোনগুলি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছিল, যা যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। এবার কোম্পানি তাদের ফ‍্যানদের খুশি করার উদ্দেশ্যে এই সিরিজে আরও একটি নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানি LG W10 Alpha নামের এই নতুন ফোনটি মাত্র 9,999 টাকার বিনিময়ে ভারতে লঞ্চ করেছে।

আরও পড়ুন: 31 মার্চ লঞ্চ হবে Apple এর সস্তা আইফোন iPhone SE 2 এবং iPhone SE 2 Plus, সেল শুরু 3 এপ্রিল থেকে

LG W10 Alpha

কোম্পানি তাদের নতুন LG W10 Alpha ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনে 5.41 ইঞ্চির এইচডি+ রেইনড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলের তিনদিক সম্পূর্ণভাবে বেজল লেস হলেও নিচের দিকে একটু চ‌ওড়া বডি পার্ট দেওয়া হয়েছে। ডিসপ্লের ওপর দিকে ‘ইউ’ শেপের বড় নচ দেওয়া হয়েছে। LG W10 Alpha ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 86.83 শতাংশ।

LG W10 Alpha ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্প্রেডট্রাম এসসি9863 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 128 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য LG W10 Alpa  ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত।

আরও পড়ুন: iQOO নয়, বরং Realme লঞ্চ করবে ভারতের প্রথম 5G ফোন, 24 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme X50 Pro

LG W10 Alpha এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 8 মেগাপিক্সেলের একটি ক‍্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের‌ই ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। LG W10 Alpha একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য LG W10 Alpha তে 3,450 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটি মাত্র 9,999 টাকার বিনিময়ে ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে।

প্রসঙ্গত জানিয়ে দিই LG আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্য নিয়ে এক সঙ্গে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে মার্কেটে LG K61, LG K51S ও LG K41S স্মার্টফোন পেশ করা হয়েছে। এই তিনটি ফোন‌ই পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে MIL-STD-810G সার্টিফাইড কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। এই ফোন তিনটি বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা চিপসেটের সঙ্গে পেশ করা হবে। ভারতীয় মার্কেটে LG এর এই ফোন তিনটি কবে লঞ্চ হবে সেবিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয় কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই ফোনগুলি মিড বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here