ভারত সহ গোটা বিশ্বে অ্যাপেলের প্রিমিয়াম আইফোনের অতুলনীয় জনপ্রিয়তা রয়েছে। জানিয়ে রাখি ক্রমাগত ইউজারদের আকর্ষণ করার জন্য ফোনের উপর অফার এবং ছাড় দেওয়া হচ্ছে। বর্তমানে এমনই হচ্ছে। ইউজারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় Apple iphone 14 ফোনটি বর্তমানে 11,500 টাকা বা তারও বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এর ফলে ফোনটি অনেক কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার এবং নতুন দাম সম্পর্কে।
Apple iPhone 14 এর ডিসকাউন্ট এবং অফার
- বর্তমানে Apple iPhone 14 ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে 57,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।
- ফোনটিতে 16 শতাংশ ডিসকাউন্ট অর্থাৎ মোট 11,601 টাকা ছাড় পাওয়া যাবে। এই ডিসকাউন্ট প্রাইস ফোনটির 128জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য।
- কোম্পানির ওয়েবসাইটে এখনও পর্যন্ত Apple iPhone 14 ফোনটি 69,600 টাকা দামে পাওয়া যাচ্ছে।
- ফ্লিপকার্ট ব্যাঙ্ক অফার হিসেবে ফোনটিতে 5 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে।
- ব্যাঙ্ক অফার এবং ডিসকাউন্টের সঙ্গে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 50 হাজার টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাবে। তবে পুরনো ফোনটিতে কি দাম পাওয়া যাবে, তা ফোনটির কন্ডিশোনের উপর নির্ভর করছে।
- এই ফোনটি রেড, ব্লু, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং ইয়ালো এর মতো কালার অপশনে পাওয়া যাবে।
- Apple iPhone 14 ফোনটির 256জিবি মডেল 14 শতাংশ ডিসকাউন্ট সহ 67,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।
- এই ফোনটির 512জিবি স্টোরেজ 19 শতাংশ ডিসকাউন্ট সহ 79,999 টাকা দামে সেল করা হচ্ছে।
iPhone 14 ফোনটি কেনা উচিৎ?
জানিয়ে রাখি বর্তমানে অ্যাপল কোম্পানির লেটেস্ট ফোন হল iPhone 15 সিরিজের মডেল। iPhone 14 সিরিজ এক বছরের পুরনো, কিন্তু এর পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারি সহ লুকের দিক থেকে এটি একেবারে নতুন মনে হয়। কোম্পানিটি নতুন প্রজন্মের iPhone 15 ফোনটিতে বড়ো কোনো আপডেট দেয়নি। তাই যেসব ইউজাররা কম দামে iPhone 14 কিনবেন তাদের জন্য এটি একটি ভালো ডিল হবে।
iPhone 14 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iPhone 14 ফোনটিতে 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 60Hz রিফ্রেশ রেট, HDR এবং 1200নিটস ব্রাইটনেস সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে আইডি সেন্সর যোগ করা হয়েছে।
- প্রসেসর: Apple iPhone 14 ফোনটি A15 বায়োনিক SoC সহ কাজ করে।
- স্টোরেজ: ফোনটিতে 4GB RAM এবং 128GB/256GB/512GB স্টোরেজ অপশন রয়েছে।
- ক্যামেরা: iPhone 14 ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 12MP ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর এবং 12MP সেকেন্ডারি আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। অন্যদিকে ফ্রন্ট অটোফোকাস সহ 12MP লেন্স যোগ করা হয়েছে।
- কানেক্টিভিটি: কানেক্টিভিটির জন্য 5জি, ওয়াই-ফাই, ডুয়েল সিম, ব্লুটুথ, জিপিএস এবং চার্জিঙের জন্য লাইটনিং পোর্ট এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
- ওএস: Apple iPhone 14 ফোনটি নতুন iOS 17 ভার্সন সহ কাজ করে। এই ফোনটিতে ক্রমাগত আপডেট দেওয়া হচ্ছে।